মোহনা বিশ্বাস, কলকাতাঃ
২৩ জানুয়ারি শ্রী রামচন্দ্র মিশনের সহযোগিতায় ইউনাইটেড ন্যাশনস ইনফর্মেশন সেন্টার ফর ইন্ডিয়া, ভুটান ও হার্টফুলনেস এডুকেশন ট্রাস্ট-এর আয়োজিত ১৪ তম অল ইন্ডিয়া এসে রাইটিং প্রতিযোগীতায় বিজয়ীদের নাম ঘোষণা করলো হার্টফুলনেস ইনস্টিটিউটের কর্তৃপক্ষরা।
গুজরাট ও রাজস্থান সরকারের সমর্থনে দেশের প্রায় ২৫ হাজার ইনস্টিটিউশন অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগীতায়। ১ মিলিয়নেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এসে রাইটিং প্রতিযোগিতায়। মোট ৯টি ভাষায় এই প্রতিযোগিতা হয়েছে।
বাংলা, গুজরাটি, কানাডা, মালায়ালম, মারাঠী, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল ও তেলেগু ভাষায় সম্পন্ন হয় এই প্রতিযোগিতাটি। এই প্রতিযোগিতায় প্রথম ক্যাটাগরিতে ছিল নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। দ্বিতীয় ক্যাটাগরিতে ছিল স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রীরা।
আরও পড়ুনঃ ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা শিবির দক্ষিণ দিনাজপুরে
বৃহস্পতিবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও তার স্ত্রী সুদেষ ধনখড়। এ দিন অল ইন্ডিয়া এসে রাইটিং প্রতিযোগিতায় বিজয়ী কলকাতার ৩ পড়ুয়ার হাতে সার্টিফিকেট তুলে দেন রাজ্যপাল ও তাঁর স্ত্রী।
আরও পড়ুনঃ তিন দিন ব্যাপী শ্রমিক মেলার আয়োজন ডায়মন্ড হারবারে
প্রতিযোগিতায় প্রথম বিভাগে বিজয়ী হয়েছে শ্রী হনুমান বালিকা বিদ্যালয়ের ছাত্রী দুর্গা কুমার, সল্টলেক স্কুল ইংলিশ মিডিয়ামের ছাত্র সৌমজ্যোতি পাল এবং হলদিয়ার ডাভ পাবলিক স্কুলের ছাত্রী স্নেহা হাজরা। দ্বিতীয় বিভাগে বিজয়ী হয়েছে বেথুন কলেজের ছাত্রী কৃতিকা সুরোলিয়া, বেথুন কলেজের ছাত্রী প্রীতিপ্রসাদ, শুভজ্যোতি দত্ত, ডিরেক্ট এন্ট্রি এবং ডঃ গৌরব মন্ডল, ডিরেক্ট এন্ট্রি।
কলকাতায় মেডিটেশন-এর উপর একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে হার্টফুলনেস ইনস্টিটিউট। কলকাতার জিডি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হবে হার্টফুলনেস ইনস্টিটিউট-এর ‘ধ্যানোৎসব’। ১৪ ফেব্রুয়ারি ২০২০ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত চলবে এই ‘ধ্যানোৎসব’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584