মনিরুল হক, কোচবিহারঃ
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে কৃষক আন্দোলনের উপর কেন্দ্রের বিজেপি সরকারের পুলিশ বাহিনীর নির্মম অত্যাচারের বিরুদ্ধে এবং কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। বৃহস্পতিবার দিনহাটা ২ নং ব্লক আধিকারিক দফতরের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা।
এদিন উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা যুবলীগের রাজ্য সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কমিটির সদস্য অজয় রায়, যুবলীগের দিনহাটা মহকুমা সম্পাদক রৌশন হাবিব, ফরওয়ার্ড ব্লক নেতা মক্তেদার রহমান, যুবলীগের দিনহাটা ২ নং ব্লক সভাপতি অমর বর্মন, যুবলীগের দিনহাটা ২ নং ব্লক সম্পাদক মন্ডলীর সদস্য কামাল হোসেন সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ নয় দফা দাবিতে মাথাভাঙ্গা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন ভারতীয় যুব মোর্চার
এদিন এবিষয়ে যুবলীগের রাজ্য সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার দেশে যে কৃষি আইন প্রণয়ন করেছে এতে কৃষকদের সর্বনাশ হবে। এমনিতেই কৃষকরা তাদের কৃষি ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বছরের পর বছর ধরে। নয়া এই আইন প্রণয়ন হলে কৃষকদের আর্থিক অবস্থা এক করুণ পরিণতির দিকে চলে যাবে। তাই তো দেশজুড়ে এই আইনের বিরুদ্ধে লড়াই আন্দোলন চলছে। আর সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে দিল্লির বুকে। সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের এই সর্বনাশা কৃষি আইনের প্রত্যাহারের দাবি জানায়।”
আরও পড়ুনঃ কোলাঘাটে একাধিক দাবি নিয়ে রাস্তায় নামল সেলুন অ্যাসোসিয়েশন
অপরদিকে, কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে দিল্লীতে যে কৃষক আন্দোলন চলছে সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান বিক্ষোভ করল অল ইন্ডিয়া কিষান ও খেতমজুর সংগঠন। বৃহস্পতিবার দিনহাটা শহীদ হেমন্ত বসু কর্নারে এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এদিনের এই অবস্থান-বিক্ষোভ উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতা অনিল চন্দ্র বর্মন রায়, আজিজুল হক, গুণধর বর্মন, প্রদীপ রায় সহ আরও অনেকে। এদিনের এই অবস্থান বিক্ষোভে মহকুমার বিভিন্ন এলাকা থেকে সংগঠনের কর্মী-সমর্থকরা অংশনেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584