শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
১২ দফা দাবিতে গঙ্গারামপুর ব্লকে ডেপুটেশন দিল সারা ভারত খেত মজুর ইউনিয়ন গঙ্গারামপুর থানা কমিটি। এদিন গঙ্গারামপুর ব্লকের যুগ্ম বিডিও অর্ক মান্ডির হাতে তুলে দেওয়া হলো এই দাবিপত্রগুলি।
বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে সারা ভারত খেত মজুর ইউনিয়নের সদস্যরা জমায়েত হয় গঙ্গারামপুর ব্লক অফিসের সামনে। সেখানে তারা একাধিক দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে । এরপরে ৪জনের এক প্রতিনিধি দল গঙ্গারামপুর ব্লকের যুগ্ম বিডিও অর্ক মান্ডির সাথে দেখা করে তাদের দাবিপত্র গুলি তুলে দেন।
এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত খেত মজুর ইউনিয়নের গঙ্গারামপুর থানা কমিটির সভাপতি নাজিমিদ্দিন মিয়া,সম্পাদক সুবীর কুমার দাস,রফিকুল ইসলাম,আমিনুল ইসলাম,সাবিত্রী সিংহ সহ আরো অনেকে।
আরও পড়ুনঃ করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল আর্থিক সাহায্য পঞ্চায়েত সমিতির
তাদের দাবি গুলির মধ্যে ছিল, ১০০দিনের কাজ ২০০দিন করতে হবে। পরিযায়ী শ্রমিকদের ১০হাজার টাকা করে দিতে হবে। কৃষকদের বিনামূল্যে পরবর্তী ফসলের বীজ দিতে হবে।
পরিযায়ী শ্রমিকদের খাওয়া দাওয়া ও স্বাস্থ্যপরীক্ষার ব্যাবস্থা করতে হবে। বিদ্যুৎ বিল মুকুব করতে হবে। মোট ১২দফার দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয়। এদিন তাদের এই সব দাবির বিষয়ে জানান সংগঠনের গঙ্গারামপুর থানা কমিটির সম্পাদক সুবীর কুমার দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584