মনিরুল হক, কোচবিহারঃ
৮ দফা দাবি নিয়ে মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিল অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন। সোমবার তুফানগঞ্জ মহকুমা শাসকের হাতে ওই ৮ দফা দাবির কাগজ পত্র তুলে দেন তারা। এদিন এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেপিপি ইউনাইটেডের কর্মকর্তা কংশরাজ বর্মন সহ আরও অনেকে।
কেপিপি ইউনাইটেডের কর্মকর্তা কংশরাজ বর্মন জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রী কামতাপুরি ভাষাকে মান্যতা দিয়েছে, তাই ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কামতাপুরি ভাষায় পঠনপাঠন চালু করতে হবে এবং চাকরির ক্ষেত্রে ৮০ শতাংশ তাদের ছেলেমেয়েদের জন্য সংরক্ষণ করতে হবে। এছাড়াও কোচবিহার মেডিকেল কলেজের আগের নাম প্রজাবৎসল মহারাজা জীতেন্দ্র নারায়ণ চিকিৎসালয় করতে হবে।”
আরও পড়ুনঃ মহিলা পাইলটরাও এবার রাফাল চালাবেন
সংগঠনের আরেক কর্মকর্তা বলেন, তাদের কোন কিছু দাবি বাম সরকারের আমলে পূরণ হয়নি। কিন্তু বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবি পূরণ করেছেন, তার জন্য মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানান। আর সেই কারণে আরও বেশ কয়েকটা দাবি নিয়ে আজ তারা তুফানগঞ্জ মহকুমা শাসকের হাতে ওই ৮ দফা দাবির কাগজ পত্র তুলে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584