ইম্পার তরফে বিজ্ঞপ্তি না থাকলেও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ টলিপাড়া

0
26

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

করোনা এমনই ভয়াবহ আকার ধারন করেছে যে, তার আতঙ্কের প্রভাব পড়ল এবার বিনোদন মহলেও। টেলিভিশনে প্রতিদিনই থাকে কোন না কোন গল্প। আর সেই সব গল্পের মধ্যে থাকে নানা ধরনের টুইস্ট।

shooting | newsfront.co
প্রতীকী ছবি

প্রতিটি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে বা কি হতে চলেছে আগামী পর্বে। সেই দিকেই তাকিয়ে সময়ের প্রহর গোনেন বিনোদন প্রেমীরা। এবার সেই বিনোদনেই ভয়াবহ প্রভাব পড়ল করোনার। এখনও পর্যন্ত ইম্পার তরফ থেকে টলিউডের জন্য কোনো অফিশিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ কিয়ারার বক্ষ বিভাজিকায় ‘একলা চলো রে’, প্রতিবাদে সরব সুলগ্না

এই প্রসঙ্গে পরিচালক রাজ চক্রবর্তী বলেন, “এই পরিস্থিতিতে যেটা সবচেয়ে ভাল হবে সেটাই করব আমরা। দরকার হলে শুটিং বন্ধ করতে হবে। মনে হচ্ছে সে দিকেই এগোচ্ছি আমরা। ফ্লোরে মাস্ক, হ্যাণ্ড স্যানিটাইজারের ব্যবহার তো চলছেই। একসঙ্গে অনেক জনকে থাকতেও দিচ্ছি না আমরা। তবে সকলের জন্য যা ভাল সেটাই করা হবে।”

রাজের কথার মতো একই সুর শোনা যাচ্ছে ইণ্ডাস্ট্রির আনাচে-কানাচেও। অফিসিয়াল বিজ্ঞপ্তি না পেলেও শুটিং বন্ধের বিষয়টা উড়িয়ে দিচ্ছিল না ইণ্ডাস্ট্রি। মুম্বইয়ের মতোই টালিগঞ্জেও সিনেমা, ধারাবাহিক থেকে ওয়েব সিরিজ সব কাজ-ই বন্ধ থাকবে ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত।

এই আতঙ্কের জেরে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ বিনোদন পাড়াও। করোনার আঁচে আগেই ইণ্ডাস্ট্রিতে শুটিং বাতিল হয়েছিল। এবার তা সার্বিক ভাবে করোনার মোকাবিলায় বন্ধ হতে চলেছে টলি থেকে টেলি পাড়ার শুটিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার থেকে ৩১ মার্চ অবধি শুটিং বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here