নির্বাচনের দিন ঘোষণার পরই সর্বদলীয় বৈঠক কেশপুর বিডিও অফিসে

0
70

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

panchyat office | newsfront.co
নিজস্ব চিত্র

এলাকায় রাজনৈতিক হিংসা রুখতে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিডিও অফিসে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। যদিও এই বৈঠক গোপনীয়তা ভাবেই হয়। মূলত নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার পাশাপাশি রাজনৈতিক ভাবে সমস্ত রাজনৈতিক কর্মীরা যাতে ভোট প্রচার থেকে শুরু করে এলাকার পরিস্থিতি ঠিকঠাক বজায় রাখে তাই ব্লক প্রশাসনের তরফ থেকে এই বৈঠক।

এই বৈঠকে উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও দীপক ঘোষ, বাম ও কংগ্রেস জোটের প্রতিনিধিরা এবং তৃণমূল ও বিজেপির নেতৃত্ব। এদিন বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সহ সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন ২০১১ সাল থেকে বিরোধীদল বলে কেশপুরে কিছুই ছিল না।

আরও পড়ুনঃ জেনে নিন বাংলার ভোট গ্রহণের কান্ডারী অফিসারদের প্রেক্ষাপট

বিগত ১০ বছর ধরে কোনো বিরোধী দল তৈরি হয়নি। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে কেশপুরে বিজেপিকে কোনোভাবেই বিরোধী মানতে নারাজ কেশপুর ব্লক তৃণমূল। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে ৮ দফায় ভোট হবে বলে ঘোষণা করা হয়েছে। সেই বিষয়ে তৃণমূলের জেলা কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন, “মানুষ ভোট দেবেন।তাই ক দফায় ভোট হবে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই চিন্তিত নয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here