সর্বদলীয় বৈঠকে কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলার নিন্দা

0
106

ওয়েবডেস্কঃ

সন্ত্রাস মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে অনুষ্ঠিত আজকের সর্বদলীয় বৈঠকে ১৪ তারিখে পুলয়ামায় কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলার প্রবল  নিন্দা করা হয়।

১৪ ই ফেব্রয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ঘটে যাওয়া ভয়াবহ  জঙ্গি হামলায় নিহত হন ৪০ জন সিআরপিএফ জওয়ান । এর আগে ঠিক একইভাবে উরিতে সন্ত্রাসবাদী হামলায় শহীদ হয়েছিলেন ১৮ জন সেনা জওয়ান । তাই সন্ত্রাস রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের তত্ত্বাবধানে রাজধানীর পার্লামেন্ট লাইব্রেরী ভবনে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক।

গৃহীত সিদ্ধান্ত সমূহ

বৈঠকের শুরুতে গত ১৪ ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা হামলার পূর্ণ বিবরণ দেওয়া হয় । পাশাপাশি সন্ত্রাস দমনে সমস্ত বিরোধী দলগুলোকে সরকারের পাশে থাকার আহ্বান জানানো হয় ।

উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শিব সেনার সঞ্জয় রাউত, টিআরএসের জীতেন্দ্র রেড্ডি, সিপিআইয়ের ডি রাজা, ন্যাশনাল কনফারেন্সের ফারুখ আবদুল্লা, এলজেপি-র রামবিলাস পাসোয়ান, অকালি দলের নরেশ গুজরাল, আরএলএসপি-র উপেন্দ্র কুশওয়াহা ও জয়প্রকাশ নারায়ণ যাদব।

বৈঠক শেষে ১৪ তারিখের সন্ত্রাসবাদী হামলার প্রবল নিন্দা করে সেনাবাহিনীর পাশে সর্বোতভাবে থাকার ও দেশের একতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

(ছবি সৌজন্যে-দ্যা হিন্দু)

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here