Kolkata Knight Riders: স্বস্তির নিঃশ্বাস নাইট শিবিরে! রিপোর্ট নেগেটিভ, সব প্লেয়ারই উড়ে যাচ্ছেন দুবাই

0
58

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

কলকতা নাইট রাইডার্স শিবিরে এবার স্বস্তির নিঃশ্বাস। করোনা থেকে মুক্তি পেলেন দলের সকলেই। দুবাই উড়ে যাওয়ার আগে প্লেয়ারদের করোনা পরীক্ষায় সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনার ধাক্কায় মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল ২০২১। ফলে উদ্বেগ ছড়িয়েছিল নাইট শিবিরেও। সংক্রমিত হয়েছিলেন দলেরই কয়েকজন। এবার স্থগিত হয়ে যাওয়া আইপিএলের দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হওয়ার আগেই নাইট শিবিরে ফিরল স্বস্তি।

KKR
ছবি সৌজন্যেঃ টুইটার

কারণ, দেশ ছাড়ার আগে বুধবার মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেদের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাও করা হয়। সেই পরীক্ষায় সকলেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার বিকেলের দিকে দুবাই রওনা হয়ে যাবেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।

অন্যদিকে, করোনা পরিস্থিতিতে ভিন দেশ থেকে কেউ দুবাই গেলে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই কারণে নাইট শিবিরে সিদ্ধান্ত হয়েছে যে, মুম্বই থেকে প্রথমে দুবাই যাওয়া হবে। সেখানে সাত দিনের কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে অষ্টম দিন আবু ধাবি যাওয়া হবে। তাতে করোনার কড়াকড়ি থেকে কিছুটা হলেও ছাড় পাবেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।

আরও পড়ুনঃ হেডিংলি টেস্টে চালকের আসনে ইংল্যান্ড

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে বিদেশ থেকে কেউ সরাসরি আবু ধাবি পৌঁছলে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিন মেনে চলতেই হবে। তাই আগে দুবাই এবং পরে আবু ধাবি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাইট শিবির। আগামী ২০ সেপ্টেম্বর, আবু ধাবিতে বিরাট কোহলিদের বিরুদ্ধে, কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here