শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মুখ্যমন্ত্রীর ঘোষণাতে যেন এবার সিলমোহর দিল রেল মন্ত্রকও। বুধবারই রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত লকডাউনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ১ জুলাই থেকে ১২ আগষ্ট পর্যন্ত সমস্ত যাত্রীদের বুকিং বাতিল করল রেল।বৃহস্পতিবার রাতের ট্যুইটে রেল মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে। এমনকি এই নিয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তিও।
২৫ জুন রেল মন্ত্রকের তরফে এমনই এক সার্কুলার জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, যে সমস্ত যাত্রীদের অগ্রিম টিকিট বাতিল করা হচ্ছে তাদের পুরো টাকাই ফেরত দেওয়া হচ্ছে। দেশ জুড়ে সাধারণ সময়ে প্রায় ৪৫০০ মেল/এক্সপ্রেস ট্রেন চলাচল করে। কোভিড ১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন ২৩০ মেল/এক্সপ্রেস স্পেশাল ট্রেন চলাচল করছে। এই স্পেশাল ট্রেনগুলি অবশ্য চালু থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ সিবিএসই পরীক্ষা বাতিল, ঘোষণা সুপ্রিম কোর্টের
রেল মন্ত্রকের আধিকারিকরা জানাচ্ছেন, ট্রেন চালানো নিয়ে রেল মন্ত্রক ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে প্রতিনিয়ত আলোচনা চলার পর এই স্পেশাল ট্রেন গুলি চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন রাজ্য সরকার তাদের রাজ্যে লোকাল ট্রেন চালাতে চাইলে তা ভেবে দেখা হতে পারে। তবে আপাতত ১২ আগস্ট পর্যন্ত গোটা দেশে রেল চলাচল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584