ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
‘কোনো অজুহাত নয়, সমস্ত রাজ্যকে এক দেশ এক রেশন কার্ড চালু করতে হবে’ আদালতে পশ্চিমবঙ্গের আইনি প্রতিনিধিকে এভাবেই কড়া মন্তব্য করল শীর্ষ আদালতের বেঞ্চ।
পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থা সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এম আর শাহ-এর ডিভিশন বেঞ্চ অবিলম্বে সমস্ত রাজ্যকে ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প চালু করার নির্দেশ দেয় যাতে করে পরিযায়ী শ্রমিক দেশের যে প্রান্তেই থাকুন, কোনভাবেই যেন রেশন থেকে বঞ্চিত না হন।
"All States Must Implement One Nation One Ration card scheme"; Supreme Court Reserves Judgement In Suo Moto Migrant Workers Case @royradhika7 https://t.co/2bTXOjsVGF
— Live Law (@LiveLawIndia) June 11, 2021
শুক্রবার শুনানির সময় মহারাষ্ট্র ও পাঞ্জাবের আইনি প্রতিনিধিগণ আদালতকে অবগত করান যে ইতিমধ্যে তাদের রাজ্যে এই প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে। তারপরেই পশ্চিমবঙ্গের প্রতিনিধি এই প্রকল্প চালুর ক্ষেত্রে আধার সংযুক্তিকরণের সমস্যার কথা তুলে ধরতেই আদালত মন্তব্য করে,’ কোনো অজুহাত চলবে না, সমস্ত রাজ্যকে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে’।
আরও পড়ুনঃ দেশদ্রোহিতার মামলা দায়ের চলচ্চিত্র নির্মাতা আয়েশা সুলতানার বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584