অজুহাত না দেখিয়ে পশ্চিমবঙ্গকে ‘এক দেশ এক রেশন কার্ড’ চালুর নির্দেশ শীর্ষ আদালতের

0
96

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

‘কোনো অজুহাত নয়, সমস্ত রাজ্যকে এক দেশ এক রেশন কার্ড চালু করতে হবে’ আদালতে পশ্চিমবঙ্গের আইনি প্রতিনিধিকে এভাবেই কড়া মন্তব্য করল শীর্ষ আদালতের বেঞ্চ।

supreme court | newsfront.co
সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র

পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থা সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এম আর শাহ-এর ডিভিশন বেঞ্চ অবিলম্বে সমস্ত রাজ্যকে ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প চালু করার নির্দেশ দেয় যাতে করে পরিযায়ী শ্রমিক দেশের যে প্রান্তেই থাকুন, কোনভাবেই যেন রেশন থেকে বঞ্চিত না হন।

শুক্রবার শুনানির সময় মহারাষ্ট্র ও পাঞ্জাবের আইনি প্রতিনিধিগণ আদালতকে অবগত করান যে ইতিমধ্যে তাদের রাজ্যে এই প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে। তারপরেই পশ্চিমবঙ্গের প্রতিনিধি এই প্রকল্প চালুর ক্ষেত্রে আধার সংযুক্তিকরণের সমস্যার কথা তুলে ধরতেই আদালত মন্তব্য করে,’ কোনো অজুহাত চলবে না, সমস্ত রাজ্যকে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে’।

আরও পড়ুনঃ দেশদ্রোহিতার মামলা দায়ের চলচ্চিত্র নির্মাতা আয়েশা সুলতানার বিরুদ্ধে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here