দ্বন্দ্ব মিটিয়ে পুরনো ছন্দে ফিরতে চলেছে টেলিপাড়া

0
54

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ধারাবাহিকের শুটিং ঘিরে গত কয়েকদিন ধরেই প্রোডিউসার্স গিল্ড, ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের মধ্যেকার দ্বন্দ্ব চরমে ওঠে। এর জেরে কাজের পরিবেশেও তৈরি হয়েছিল জটিলতা। তাতে কাজের অনেকখানি ক্ষতিও হয়েছে। এবার সেসব মিটে যাওয়ার পালা।

nikhil, shayama | newsfront.co
নিখিল-শ্যামা

কাজের পরিবেশ সুস্থ করতে গত বৃহস্পতিবার প্রোডিউসার্স গিল্ড, আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের একটি মিলিত বৈঠক হয়। প্রতিনিধিত্বে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়।

 

mohor | newsfront.co
মোহর

সূত্রের খবর, টেলিভিশন ইন্ডাস্ট্রির গাইডলাইন তৈরি করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল। বৈঠকে বলা হয়, গাইডলাইন যেন কার্যকর করা হয় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে।

আরও পড়ুনঃ রূপ প্রোডাকশনের তরফে আসছে তিনটি ওয়েব সিরিজ, শুভ মহরত সুসম্পন্ন

তবে জানা গিয়েছে, এদিনের এই জরুরি বৈঠকে হাজির ছিলেন না ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন- “এই বিষয়ে আলোচনা এখনও অনেক বাকি। এখানেই শেষ নয়।”

সূত্রের খবর, বৈঠক শেষে রাজ চক্রবর্তী জানিয়েছেন শুটিং নিয়ে আর কোনও জট অবশীষ্ট নেই। কোভিড নির্দেশিকা মেনে যেমন শুটিং চলছিল তেমনই চলবে আগামীতেও। তিনি আরও জানিয়েছেন, প্রতিটি সংগঠন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ছোট পর্দার জন্য একটি গাইডলাইন তৈরি করবে।

আরও পড়ুনঃ ‘সাই ফাই’ ছবিতে প্রিয়াঙ্কা, থাকতে পারেন ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র নায়কও

আগামী ২০ জুলাইয়ের মধ্যে একটি প্রাথমিক গাইডলাইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে। গাইডলাইন তৈরির পরেও যদি কোনও সমস্যা হাজির হয়, তা দেখার এবং সামলানোর জন্য তো তাঁরা আছেনই। রাজের কথার রেশ টেনে পরমব্রতও জানিয়েছেন যেটুকু সমস্যা পড়ে আছে তা আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here