নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আইপিএল শুরুর আগে কিছুটা হলেও অক্সিজেন পেল চেন্নাই সুপার কিংস। কিছুদিন আগে করোনা আক্রান্তরা সহ সমস্ত ক্রিকেটারের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এল। আক্রান্ত দুজন ক্রিকেটার দীপক চাহার, ঋতুরাজ গায়কোয়াড়ও রিপোর্ট নেগেটিভ রেখেছেন।
পজিটিভ রিপোর্টের পর প্রথম কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এল। তবে দ্বিতীয় রিপোর্টটাও নেগেটিভ আসা দরকার। বৃহস্পতিবার দ্বিতীয় কোভিড টেস্ট হবে। সেই রিপোর্ট নেগেটিভ এলে তবেই সব সিএসকে ক্রিকেটাররা ৫ সেপ্টেম্বর থেকে বায়ো-বাবল বা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে অনুশীলন করার অনুমতি পাবেন।
আরও পড়ুনঃ আরসিবিতে জাম্পা
তবে যে ১৩ জন কোভিড আক্রান্ত হয়েছিলেন। তাঁদের দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ এলেও ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করতে হবে। সেক্ষেত্রে দীপক চাহার, ঋতুরাজ গায়কোয়াড়রা ১২ সেপ্টেম্বরের আগে অনুশীলন করতে পারবেন না। অন্যদিকে এখনো সিএসকের প্রথম ম্যাচ খেলা নিয়ে প্রশ্ন চিহ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584