সাংবাদিক সুপ্রিয়া শর্মাকে গ্রেফতার করা যাবে নাঃ এলাহাবাদ হাইকোর্ট

0
53

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ইংরেজি নিউজ ওয়েব সাইটের এক্সিকিউটিভ এডিটর সুপ্রিয়া শর্মাকে গ্রেফতার করা যাবে না, রায় এলাহাবাদ হাইকোর্টের। বারাণসীতে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর হয় রামনগর থানায়, মালা দেবী নামে ডোমারী গ্রামের এক মহিলা অভিযোগ জানান যে, তাঁর বক্তব্য পাল্টে দেওয়া হয়েছে। এফআইআর দায়ের করে রামনগর থানা।

Supriya Sharma | newsfront.co
সুপ্রিয়া শর্মা

সুপ্রিয়া শর্মা খবর করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দত্তক নেওয়া গ্রাম লকডাউনে প্রবল সমস্যায় পড়ে, গ্রামবাসীরা অভুক্ত ছিলেন, প্রয়োজনীয় রেশন পাননি। এই খবরে সাংবাদিক মালা দেবীর সাক্ষাৎকার নিয়েছিলেন, খবরে লেখা হয় মালা দেবী বাড়ির কাজে সহায়তার কাজ করেন এবং তিনি নিজেও লকডাউনের সময় চূড়ান্ত সমস্যার মুখোমুখি হয়েছেন, খাবার ছিল না, রেশন পাননি ইত্যাদি।

আরও পড়ুনঃ নিজের পেজে মুসলিম বিরোধী পোস্ট, ক্ষমা প্রার্থনা আঁখির

সংবাদ প্রকাশ হওয়ার পরে ১৩ জুন তিনি থানায় অভিযোগ জানান যে, তাঁর বক্তব্য পাল্টে দেওয়া হয়েছে খবরে। তিনি বারাণসী মিউনিসিপ্যালিটির একজন সাফাই কর্মী এবং লকডাউনের সময় তিনি এই ধরনের সমস্যা সংক্রান্ত কিছুই বলেননি সাক্ষাৎকারে।

আরও পড়ুনঃ নিট-জেইই পরীক্ষা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কাল পথে নামছে কংগ্রেস

এলাহাবাদ হাইকোর্টে দুই বিচারপতি শ্রী মনোজ মিশ্র ও অনিল কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সময় অভিযুক্ত সুপ্রিয়া শর্মার পক্ষ থেকে যে ওই খবরের স্বপক্ষে সাক্ষাৎকারের অডিও রেকর্ডিং পেশ করা হয় যা প্রমান করে প্রকাশিত খবরটি করা হয়েছে ওই সাক্ষাৎকারের ভিত্তিতেই। আদালত গ্রেফতারির আবেদন খারিজ করে দেয় কিন্তু এফআইআর খারিজ করেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here