ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোটের ডিউটি করতে গিয়ে ১৩৫ জন শিক্ষক-শিক্ষাকর্মীর করোনা সংক্রমনের জেরে মৃত্যুর ঘটনায় কৈফিয়ত তলব করল এলাহাবাদ হাইকোর্ট।
করোনা সংক্রমনের জেরে মৃত্যুর পরিসংখ্যান লুকানোর অভিযোগ উঠেছে যোগী সরকারের বিরুদ্ধে।এই ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝেই চলছে উত্তর প্রদেশ পঞ্চায়েত নির্বাচন। তিন দফা ভোট শেষ হয়েছে। এখনও বাকি রয়েছে আরেক দফা। তার মধ্যেই একটি হিন্দি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী সেখানে ভোটের ডিউটি করতে গিয়ে করোনা সংক্রমনের জেরে মৃত্যু হয়েছে ১৩৫ জন শিক্ষক, শিক্ষামিত্র ও সহকারীর। শিক্ষকদের এক সংগঠন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে অবিলম্বে নির্বাচন স্থগিত রাখার দাবি তুলেছে। তাদের দাবি তৃতীয় দফার ভোট হওয়া পর্যন্ত কয়েক হাজার শিক্ষক-শিক্ষাকর্মী সংক্রমিত হয়েছেন। ক্ষতিপূরণসহ চাকরির দাবিও করেছে তারা।
Breaking: Allahabad High Court Issues Show Cause Notice To State Election Commission Over Death Of 135 Panchayat Election Duty Staff Due To Covid19 @_Akshita_Saxena,@UPGovt,@myogiadityanath https://t.co/jnnqESInEt
— Live Law (@LiveLawIndia) April 27, 2021
ইতিমধ্যে এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ নির্বাচন কমিশনকে এ বিষয়ে তুলোধোনা করে কৈফিয়ত তলব করেছে। জাস্টিস সিদ্ধার্থ বর্মা ও জাস্টিস অজিত কুমারের ডিভিশন বেঞ্চ তিরস্কার করে বলেন,”মনে হচ্ছে যে পুলিশ বা নির্বাচন কমিশন কেউই মানুষকে এই ভয়ানক রোগ থেকে রক্ষা করার কোন ব্যবস্থা নেয়নি।” সঙ্গে বাকি ভোটে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয় হাইকোর্ট। যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিচারপতিগণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584