নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
‘অক্সিজেনের অভাবে হাসপাতালে কোভিড রোগীর মৃত্যু গণহত্যার সামিল’-ঠিক এভাবেই অক্সিজেন সরবরাহের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিঁধলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অজিত কুমার ও বিচারপতি সিদ্ধার্থ বর্মা।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন যে রাজ্যে অক্সিজেনের কোনো ঘাটতি নেই।
তাঁর মন্তব্য অক্সিজেন নিয়ে যারা অভিযোগ করছে তাদের অভিযোগ ভুয়ো। এমনকি তিনি অক্সিজেনের ঘাটতি নিয়ে অভিযোগ করা বা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা ব্যক্তি বা সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার হুমকিও দিয়েছিলেন। সেই নিয়ে জল গড়ায় আদালত পর্যন্ত। অথচ যোগীর দাবির সঙ্গে তথ্যের মিল পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ, জানালেন এইমস ডিরেক্টর
রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অক্সিজেনের অভাবের অভিযোগ আসছে। খবর আসছে অবৈধভাবে অক্সিজেন মজুদ রাখার।গত রবিবার মিরাটের মেডিক্যাল কলেজের ট্রমা বিভাগে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় আইসিইউতে থাকা ৫ রোগীর। এছাড়াও কোর্টের নজরে আসে মিরাট ও লক্ষ্ণৌয়ের দুটি হাসপাতালের অবস্থা যেখানে অক্সিজেনের অভাবে রোগী ভর্তিই করতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় এলাহাবাদ হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই কোর্ট আজ তুলোধোনা করলেন যোগী প্রশাসনকে। সঙ্গে ঘটনার তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584