‘উত্তরপ্রদেশে মৃত ভোট কর্মীদের ১ কোটি করে ক্ষতিপূরণ’, জানাল এলাহাবাদ হাইকোর্ট

0
382

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

কোভিডের ভয়াবহ পরিস্থিতির মাঝে উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনের ডিউটি করতে গিয়ে শিক্ষক ও শিক্ষা মিত্রদের মৃত্যুর পর দাখিল হওয়া মামলায় যোগী সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ বাবদ যে ৩০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল তা বাড়িয়ে ১ কোটি করার পক্ষে মত দিল এলাহাবাদ হাইকোর্ট।

covid19 | newsfront.co
ছবি সৌজন্যেঃ লাইভ ল্য

জাস্টিস সিদ্ধার্থ বর্মা ও জাস্টিস অজিত কুমারের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়,”এটা এমন ব্যাপার নয় যে নির্বাচন ডিউটিতে একজন স্বেচ্ছাশ্রম দিতে চেয়েছে, বরং অনিচ্ছাসত্ত্বেও অনেকের উপর এই নির্বাচনী ডিউটি চাপিয়ে দেওয়া হয়েছে!”মঙ্গলবার আদালত পর্যবেক্ষণে জানায় ক্ষতিপূরণ বাবদ যে পরিমাণ অর্থ ঘোষণা করা হয়েছে সেটা খুব কম। নিকটাত্মীয়দের অন্ততপক্ষে ক্ষতিপূরণ বাবদ ১কোটি করে টাকা পাওয়া উচিত।

সরকার ও নির্বাচন কমিশন অতিমারীর ভয়ানক পরিস্থিতি সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল থাকা সত্বেও শিক্ষক, সহকারি ও শিক্ষা মিত্রদের ঝুঁকি নিতে বাধ্য করে। এর আগে কোর্ট তিরস্কার করে বলে,”মনে হচ্ছে যে পুলিশ বা নির্বাচন কমিশন কেউই মানুষকে এই ভয়ানক রোগ থেকে রক্ষা করার কোন ব্যবস্থা নেয়নি।”

আরও পড়ুনঃ অসমে বাড়ল আরও বিধিনিষেধ, বন্ধ সমস্ত স্কুল অফিস

উল্লেখ্য, এক হিন্দি দৈনিকে প্রথম উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোটের ডিউটি করতে গিয়ে করোনা সংক্রমিত হয় ১৩৫ জন শিক্ষক, শিক্ষামিত্র ও সহকারীর মৃত্যুর খবর প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন, মামলা গড়ায় হাইকোর্টে। রাজ্যের শিক্ষক সংগঠনগুলি দাবি করে শিক্ষক ও শিক্ষামিত্রদের নিয়ে মোট ৫৭৭ জনের মৃত্যু হয়েছে পোল ডিউটিতে। বর্তমানে সেই সংখ্যা ৮০০ ছাড়িয়েছে বলে তাদের দাবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here