নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী বিক্ষোভে পুলিশি হামলার ঘটনার তদন্তের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট।
২০১৯-র ১৫ ডিসেম্বর এএমইউ-এ বিক্ষোভকারীদের উপর পুলিশি বর্বরতার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন মোহাম্মদ আমান খান। এই মামলায় প্রধান বিচাপতি গোবিন্দ মাথুর এবং বিচারপতি বিবেক বর্মা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে নির্দেশ দেন আগামী পাঁচ সপ্তাহের মধ্যে এই ঘটনার তদন্ত করার জন্য। পরবর্তী শুনানির দিন ঠিক হয় ১৭ ফেব্রুয়ারি।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রীনশটের সত্যতা নাকচ এবিভিপির, পাল্টা আঙুল ঐশীদের দিকে
একটি জাতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযোগকারী আমান খান জানিয়েছেন, শিক্ষার্থীরা ২০১৯-র ১৩ ডিসেম্বর থেকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে।
কিন্তু ১৫ ডিসেম্বর রাজ্য পুলিশ এবং আধাসামরিক বাহিনী এই আন্দোলনের মাঝে আচমকা ঢুকে আন্দোলন বন্ধ করার চেষ্টা করে এলোপাথাড়ি লাঠিচার্জ করে। অকারণে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস এবং রাবার বুলেটও।
খান এই ভয়ঙ্কর ঘটনার যথাযথ তদন্তের দাবি করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584