নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সব স্কুলে গীতা পড়ানোর আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশের সব স্কুলেই ভাগবত গীতা পড়াতে হবে। সম্প্রতি এই আর্জি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে এক আবেদন জমা পড়েছিল। ওই আবেদনের শুনানিতে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই ধরনের আবেদন ভিত্তিহীন।
হাইকোর্টের বদলে এই আবেদন উত্তরপ্রদেশ শিক্ষা পর্ষদের কাছে পাঠানো উচিত ছিল। ব্রহ্মশঙ্কর শাস্ত্রী নামে এক ব্যক্তি ওই আবেদন করেছিলেন। তবে আদালত ওই আবেদন খারিজ করে দেয়।
আরও পড়ুনঃ শাহের প্রস্তাব খারিজ, যন্তরমন্তরেই বিক্ষোভ দেখাতে মরিয়া কৃষকরা
এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি পঙ্কজ মিথাল ও সৌরভ লাভানিয়া সাফ জানিয়ে দেন, শাস্ত্রী যে আবেদন করেছেন তা আদালতে জানানোর কথা নয়। তার বদলে রাজ্যের সংশ্লিষ্ট পর্ষদের কাছে ওই আবেদন পাঠানো উচিত ছিল। সেই জন্যই ওই আবেদন খারিজ করা হল।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584