শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্ক:
বিশ্ব ক্রিকেট এর উজ্জ্বল নক্ষত্র, সর্বকালের কিংবদন্তিদের তালিকায় স্থান করে নেওয়া, টেস্ট ও ওয়ানডে জাতীয় দলের অধিনায়ক কিং কোহলির তৈরি রেস্তোরাঁ ‘ওয়ান৮ কমিউন’ এর বিরুদ্ধে মানবিক বৈষম্যের অভিযোগ এনেছে একটি মানবাধিকার সংস্থা। পুণেতে অবস্থিত এই রেস্তোরাঁয়, সিংগেল মহিলা থেকে শুরু করে দল ভর্তি ছেলে মেয়ে বা কাপল বা ফ্যামিলি এসে আয়েশ করে খেতে পারেন। কাটাতে পারেন অবসর সময় প্রিয়জনদের সাথে ভুঁড়ি ভোজের মাধ্যমে। কিন্তু সমস্যা এক জায়গায়, রেস্তোরাঁয় নাকি কোন সমকামীদের প্রবেশের অনুমতি নেই। আর এই বিষয়টি কেন্দ্র করে ‘ইয়েসউইএক্সজিস্ট’ নামে একটি মানবাধিকার সংস্থা বৈষম্যের অভিযোগ এনে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এই সংস্থা নাকি দীর্ঘদিন যাবৎ মানুষের স্বার্থে, মানুষের অধিকার আদায়ে লড়াই করে আসছেন বলে তাদের দাবি।
সংস্থাটি সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে বিষয়টি পোস্ট করে জানান, “কোহলির রেস্তোরাঁয় শুধু বিসমকামীযুগল ও মেয়েদের ঢুকতে দেওয়া হওয়া হয়। প্রবেশের অনুমতি নেই কোন একা পুরুষ বা সমকামীদের। “এই সংস্থা জোরালো দাবি করে জানান, আমরা প্রথমে রেস্তোরাঁয় সরাসরি বার্তা পাঠায় কিন্তু কোন রকম প্রতিউত্তর না পেয়ে সরাসরি ফোন করি রেস্তোরাঁয়। আর ফোনে তারা বিষয়টি স্বীকার করে নেয়, বলে দাবি করেন সংস্থাটি।
শুধু এখনই শেষ নয়। সংস্থাটি আর এক ধাপ এগিয়ে দাবি করেন, ‘রেস্তোরাঁ কর্তৃপক্ষ’ তাদের নাকি জানায়, “সমকামী যুগল ও সমকামী যুবকদের ঢুকতে দেওয়া হয় না। এছাড়াও রূপান্তরকামী মহিলাদের পোশাক পরিচ্ছেদ দেখার পর, প্রবেশের অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুনঃ বিশ্বকাপ জয়ের পর জুতোয় মদ পান করে উদযাপন অজি ক্রিকেটারদের! ভাইরাল ভিডিও
রেস্তোরাঁ কর্তৃপক্ষকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, তারা লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন জানিয়ে রেস্তোরাঁর অমিত যোশী নামে এক কর্মী জানান, “কোন পুরুষ একা এলে আমরা তাঁকে রেস্তোরাঁয় প্রবেশের অনুমতি দিই না। আর এটা করা হয় মেয়েদের নিরাপত্তার কথা ভেবে। তবে যদি ছেলে মেয়েদের দল আসে তাহলে আমাদের কোন সমস্যা নেই।” এছাড়াও স্পষ্ট ভাবে জানান যে, তাদের রেস্তোরাঁয় লিঙ্গের ভিত্তিতে কোন রকম বৈষম্য করা হয়না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584