আলিপুরদুয়ারে বেশি ভাড়া আদায়ের অভিযোগ ম‍্যাজিক চালকদের বিরুদ্ধে

0
90

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

কালচিনি থেকে আলিপুরদুয়ার ও জয়ঁগা রুটে অটো ও ম‍্যাজিক চালকরা যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছে যাত্রীরা। লকডাউনের সময় প্রথম দিকে কম পরিমাণে যাত্রী নেবার অনুমতি ছিল ঐ সময় বিভিন্ন রুটের ভাড়া ডবল হয়ে যায়।

auto | newsfront.co
নিজস্ব চিত্র

কালচিনি থেকে আলিপুরদুয়ারের ভাড়া ৩০ এর জায়গায় ৬০ টাকা হয়ে যায়। অপরদিকে কালচিনি থেকে জয়ঁগা অবধি ভাড়া ছিল ৩০ টাকা লকডাউনের সময় ঐ ভাড়া ৫০ থেকে ৬০ টাকা হয়ে যায় । কিন্তু আনলক পর্বে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হলেও আগের মতন অটো ও ম‍্যাজিক গাড়িতে বেশি পরিমাণে যাত্রী নেওয়া শুরু করে দেয়। তাছাড়াও ভাড়ার পরিমাণও কমেনি। বর্তমানে ম‍্যাজিক চালকরা যাত্রীদের থেকে ৩০ টাকার জায়গায় ৫০ থেকে ৬০ টাকা ভাড়া উসুল করছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ মেদিনীপুর শহরের মানিকপুরে মোটা কালী পুজো নিয়ে দেখা দিয়েছে সংশয়

এই বিষয়ে কালচিনি এলাকার এক যাত্রী জানান, লকডাউনের সময় যাত্রীর সংখ্যা খুব ছিল ওই সময় চার জন অথবা পাঁচ জন যাত্রী ছিল, ওই সময়েও ভাড়া ছিল দ্বিগুণ। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে না হতেই ম‍্যাজিক গাড়িতে দশ জন থেকে বারো জন, কোনো কোনো গাড়িতে তো আরও বেশি যাত্রী নিচ্ছে ম‍্যাজিক চালকরা আর এখনও ভাড়া দ্বিগুণ নিচ্ছে ।

আরও পড়ুনঃ লোকাল ট্রেন চালানোর দাবিতে মেচেদা স্টেশনের সামনে বিক্ষোভ ডিওয়াইএফআই’র

এবিষয়ে হ‍্যামিল্টণগঞ্জ কালচিনি ম‍্যাজিক ইউনিয়নের পক্ষ থেকে দীপঙ্কর সাহা জানান, লকডাউনের সময় প্রথম অবস্থায় ভাড়া দ্বিগুণ করে ষাট টাকা করা হয়েছিল কিন্তু এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের দিকে, তাই এখন ভাড়া কমিয়ে ৪০ টাকা করা হয়েছে। যদি কোনো ম‍্যাজিক চালক এখনও কালচিনি থেকে আলিপুরদুয়ার ও জয়ঁগা ভাড়া ৬০ টাকা নিয়ে থাকে, তবে আমাদের কাছে অভিযোগ আসলে আমরা ব‍্যবস্থা গ্ৰহণ করব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here