নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ভগবানগোলা থানার অন্তর্গত মহীশাসথালি গ্রাম পঞ্চায়েতের বাথানপাড়া গ্রামে এম জি এন আর ই জি এ প্রকল্পের পুকুর কাটা নিয়ে শনিবার সকালে ঝামেলা হয়। সেই ঝামেলায় আহত হয় দুই পক্ষের পাঁচজন। আজ অভিযুক্ত আনিকুল ইসলামের স্ত্রী পক্ষপাতিত্বের অভিযোগ তুলল ভগবানগোলা থানার পুলিশের বিরুদ্ধে।
আনিকুল ইসলামের স্ত্রী বলেন “রবিবার দুপুর একটার সময় ভগবানগোলা থানার পুলিশ বাড়ি এসে আমার স্বামীর খোঁজ করলে আমি জানাই আমার স্বামী বাড়িতে নেই। আমার স্বামীকে থানায় আত্মসমর্পণ করার কথা বলে যায় এবং গালিগালাজ করে পুলিশ। এরপর পুলিশ আমার বাড়ির দুই ঘরে তালাবন্ধ করে চাবি নিয়ে চলে যায়। আমি ঘরে তালাবন্ধ করতে বারণ করি , তাদের অনুরোধ করি আমি আমার ১০ দিনের শিশুকে নিয়ে কোথায় থাকবো? বললে আমাকে আমার বাপের বাড়ি চলে যেতে বলে।
সন্ধ্যে বেলায় আমার স্বামী আত্মসমর্পণ করলেও এখনও পর্যন্ত পুলিশ ঘরের তালা খোলেনি। বারান্দায় ১০ দিনের শিশু ও আমার নাবালিকা মেয়েকে নিয়ে বসে আছি। খাবার , বাচ্চার পোশাক সব আছে ঘরের ভিতর। রাত্রি থেকে বারবার পুলিশকে অনুরোধ করা সত্ত্বেও এখনও পর্যন্ত ঘরের তালা খোলেনি পুলিশ প্রশাসন।”
আরও পড়ুনঃ আক্রান্ত কংগ্রেস বিধায়িকা, অভিযোগের তীর তৃণমূলের দিকে
কাজের সুপারভাইজার সাদ্দাম বলেন “আমাকে বারবার সাব্বির ও তার লোকজন শিশুশ্রমিক নিয়োগ করতে বলছিল। কিন্তু আমি রাজি না হওয়ায় আমাকে চাপ দিচ্ছিল। কাজের জায়গাতে তর্ক বিতর্ক হয়, সেইখান থেকে এসে বাড়িতে ঝামেলা হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584