নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূল কংগ্রেসের পতাকা, ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালা গ্রামে।
অভিযোগ, মঙ্গলবার সকালে গ্রামের রাস্তার ধারে বেশ কিছু তৃণমূলের পতাকা পুড়ে যাওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। শাসকদলের অভিযোগ, বিজেপি কর্মীরা এলাকায় অশান্তি পাকানোর লক্ষ্যে বারবার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবিরের নেতারা। তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ, ওই এলাকায় নিজেদের রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যানার ও পতাকা টাঙিয়ে ছিল তারা।
সেই পতাকাগুলি ও ব্যানারগুলি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিজেপি ওই কাজ করেছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রকোনা টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ দেওয়াল তর্জায় তপ্ত বালুরঘাট
চন্দ্রকোনা টাউন থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। চন্দ্রকোনার বিধায়ক ছায়া দোলই অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তবে বিজেপি তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ অস্বীকার করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা টাউন থানার বালা গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
বিধায়ক ছায়া দোলই দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,”তৃণমূলের সাথে রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে রাতের অন্ধকারে বিজেপি ওই কাজ করেছে।” তিনি রাজনৈতিকভাবে বিজেপির মোকাবিলা করা হবে বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584