নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম অরাজনৈতিক মঞ্চে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ৷ যদিও শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী এটা ধর্মীয় কর্মসূচি ৷ সেই ধর্মীয় কর্মসূচি হওয়ার আগেই ভাঙচুর চালানো হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি ৷
পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়, পাশাপাশি মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ যা নিয়ে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে নন্দীগ্রাম থানা ঘেরাও করে কর্মী-সমর্থকরা ৷
এরপর মঙ্গলবার গভীর রাতে নন্দীগ্রামের মোহাম্মদপুর এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয় ৷ এ বিষয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয় ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, যখন তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করছিল সেই সময় বিজেপির দুষ্কৃতীরা অতর্কিতভাবে হামলা চালায় এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয় ৷
আরও পড়ুনঃ সিদ্দিকুল্লা-অধীরের ছবি সহ পোস্টার মঙ্গলকোটে, জল্পনা রাজনৈতিক মহলে
যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব ৷ তাদের পাল্টা দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশবাহিনী গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷তবে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা রয়েছে সমগ্র এলাকাজুড়ে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য টহল দিচ্ছে পুলিশ বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584