নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এহেন অভিযোগ ওঠার পরই অভিযুক্ত বিজেপি নেতাকে শনিবার দক্ষিণ কলকাতার সভাপতি পদ থেকে সরিয়ে দিল বিজেপি।
দলের তরফে সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, সোমনাথবাবু পদত্যাগ পত্র জমা করেছেন। দল তা গ্রহণও করেছে। উল্লেখ্য, পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তরুণী জানিয়েছেন, দল করার সূত্রে আলাপ হয় তাঁদের।
আরও পড়ুনঃ মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে ঘেরাও দুই স্বাস্থ্যকর্তা
এরপর যতদিন যায় দুজনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত তাঁর সঙ্গে সহবাস করেছেন বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, ওই বিজেপি নেতার বিরুদ্ধে টাকা হাতানো ও ধর্ষণের অভিযোগও তুলেছেন ওই তরুণী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584