ভারত-বাংলাদেশ সীমান্তে পাট চাষ নষ্ট করার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে

0
123

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ভারত-বাংলাদেশ সীমান্তে খেতের ফসল নষ্ট করার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাকমারিচর গ্রামে।

damage jute crops | newsfront.co
নিজস্ব চিত্র

কৃষকদের একাংশের বক্তব্য, গত মঙ্গলবার রাতে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট করেছে বিএসএফ। আর তার জেরেই ক্ষোভ শুরু হয়েছে সীমান্তের কৃষকদের মধ্যে।

farmers | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার সাগরপাড়া থানার কাকমারিচর গ্রামে কৃষকরা কাজের জন্য চাষের জমিতে গিয়ে দেখতে পায় পাটের জমির ওপর দিয়ে চালানো হয়েছে ট্রাক্টর। এবং তার ফলে নষ্ট হয়েছে ফসল।

kakmari local residents | newsfront.co
নিজস্ব চিত্র

সীমান্তের কৃষকদের অভিযোগ,”গতকাল রাতে অন্যায় ভাবে কাকমারিচর বিএসএফরা মাঠের ফসলের ওপর দিয়ে ট্রাক্টর চালিয়েছে। যার ফলে নষ্ট হয়েছে পাট। কৃষকদের দাবি আর মাস খানেক বাদেই পাটগাছ গুলি কাটার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু তার আগেই এই অবস্থা । একই সঙ্গে তারা আরও জানায় যে, এর ক্ষতিপূরণ সরকার কেই দিতে হবে।

officer | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সঠিক পরিমানে রেশন না পাওয়ার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ নয়নসুখ গ্রামবাসীদের

এই ঘটনার খবর স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয় বিধায়ককে জানাতে গেলে, স্থানীয় তৃণমূলের একটি টিম সহ জলঙ্গি ব্লক উত্তর জোনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সালাউদ্দিন সরকার লিটন, সাগরপাড়া থানার থানার এস’আই ডোমকল সি’আই এবং স্থানীয় প্রধান এলাকা পরিদর্শন করে বিএসএফ দের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করে ভবিষ্যতে যেন এমন কিছু না হয় তারই প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here