নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সরকারি হিসেবে গড়মিল! গুজরাটে করোনায় মৃতের সংখ্যা কত? এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে ঘটনার তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। কংগ্রেস নেতাদের অভিযোগ, করোনা আক্রান্ত হয়ে যতজন মারা যাচ্ছেন তার সঠিক তথ্য দিচ্ছে না গুজরাট সরকার।
কংগ্রেস নেতা শক্তিসিং গোহিল ও পি চিদাম্বরমের দাবি, চলতি বছরের ১মার্চ থেকে ১০মে’র মধ্যে সেই রাজ্যের ৩৩ টি জেলায় ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে ১ লক্ষ ২৩ হাজার টি। এদিকে গত বছর একই সময় ৫৮,০০০ টি ডেথ সার্টিফিকেট দিয়েছিল গুজরাট সরকার। ‘দু’বছরের পরিসংখ্যানের মধ্যে এত তফাৎ কেন, তারই ব্যাখ্যা চেয়েছে কংগ্রেস।
আরও পড়ুনঃ দ্বিতীয় দফায় রাজ্যে এসে পৌঁছল ২ লক্ষেরও বেশি কোভিশিল্ড
পি চিদাম্বরম আরও বলেন, ‘আমাদের দৃঢ় সন্দেহ যে করোনার কারণেই বেশি মৃত্যু হয়েছে। তবে গুজরাট সরকার করোনায় মৃতের সঠিক সংখ্যা চেপে দিচ্ছে। গত কয়েকদিনে গঙ্গায় মৃতদেহ ভেসে ওঠার ফলে আমাদের সেই সন্দেহে সিলমোহর পড়েছে।’ এই নিয়ে অস্বস্তিতে কেন্দ্রের বিজেপি সরকার। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
আরও পড়ুনঃ বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট
মুখ্যমন্ত্রী জানান, ‘মৃত্যু লুকিয়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই। আইসিএমআরের নির্দেশিকা মেনেই কো–মর্বিডিটি যুক্ত ব্যক্তির প্রাথমিক ও সেকেন্ডারি কারণ খতিয়ে দেখে মৃত্যুর মূল কারণ নির্ধারণ করা হয়। তবে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি যদি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তাহলে মৃত্যুর কারণ হিসাবে হার্ট অ্যাটাককেই দেখানো হয়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584