ঘরের টাকা আত্মসাৎ করার অভিযোগ জুরানপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

0
99

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

যত দল বড় হচ্ছে ততই যেন প্রকট হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। কোথাও তা প্রকাশ পাচ্ছে আবার কোথাও চাপা আগুনের মতন ধুঁকছে। এরকমই মত প্রকাশ করছেন ডোমকল বিধানসভা এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা। তারা আরো বলেন, এবার বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলার ২২ টি আসনের মধ্যে ২০ টি দখল করে শাসকদল। আর তারপর থেকে জোটের হয়ে যারা ভোটে দাঁড়িয়েছিল তারা সকল এখন শাসকদলের খাতায় নাম লেখাতে ব্যস্ত আর তার জেরেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে। আরো প্রকট হওয়ার মূল কারণ হলো টাকার ভাগাভাগি।

Juranpur Panchayat
নিজস্ব চিত্র

তৃনমূল পরিচালিত ১২ নং জুরানপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ৩৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল আজ। কারণ অনুসন্ধান করতে গিয়ে তার-ই দলের দুই মেম্বার সহ গ্রামবাসীরা অভিযোগ তোলেন, ঘরের টাকা দেবার নাম করে মিনুকা বিবি(প্রধান) ২০-২৫ হাজার টাকা নিয়েছে। কিন্তু তারা ঘর পায়নি এখনও। এছাড়াও সুপ ট্যাংকির ৩১৪টি গর্ত করার নামে মাত্র ২০টি গর্ত করে বাকি টাকা আত্মসাৎ করেছে, এমনই অভিযোগ জানাচ্ছেন তারা। এ বিষয়ে এসডিওর কাছে অভিযোগ দায়ের করেছে তারা।

আরও পড়ুনঃ সমস্ত কিছু খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে বন্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি SiO-এর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here