গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
নদীর ধার থেকে বেআইনিভাবে অসংখ্য বড় গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।
এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ির গরালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শোভারহাট এলাকার শেরুপাড়ায়। অভিযোগ, প্রচুর মেহগনি, আকাশমনি, তুন গাছ সহ বিভিন্ন ধরণের গাছ কেটে নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বাসস্থানের আইনি অধিকারের দাবিতে জেলাশাসককে ডেপুটেশন পরিচারিকা সমিতির
যার দাম কয়েক লক্ষ টাকা। এলাকাবাসীরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। যমুনা নদীর ধারে এই গাছগুলো এভাবে কেটে নেওয়ার অভিযোগ রয়েছে সঞ্জীব বক্সি নামে এই ব্যক্তির বিরুদ্ধে।
যদিও সঞ্জীব বক্সি বলেন এটা তার নিজস্ব জমি। বৈধ কাগজ ও অনুমতি নিয়ে গাছ কাটার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, এলাকার মানুষকে টাকা না দেওয়ার জন্য গাছ কাটতে বাধা দিচ্ছে স্থানীয়রা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584