নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
বি এস কে পি মারফৎ লোন দেওয়া নিয়ে কাটমানির অভিযোগ উঠল এক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের লস্করহাট এলাকায়। যদিও ওই ব্যাংকের ম্যানেজার রক্তিম পাল তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

বালাপুর এলাকার বাসিন্দা, পেশায় দর্জির দোকান চালানো যুবক সুমন বিশ্বাসের অভিযোগ, ২০১৯ সালে সে দর্জির দোকান করে ব্যবস্যা করে নিজের পায়ে দাঁড়াবেন বলে যুব কল্যান দফতরে বি এস কে পি সহয়তা প্রকল্পের মাধ্যমে লোনের জন্য দরখাস্ত করেন। দফতর তার আবেদন মঞ্জুর করে স্থানীয় লস্করহাট এলাকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখার মাধ্যমে তাকে ব্যবস্যা করার জন্য লোন মঞ্জুর করে।

সুমন বাবুর অভিযোগ, “ব্যাংক তাকে তখন ৭৭ হাজার টাকা লোন দেয়।কিন্তু তার সাবসিডির টাকা ব্যাংকে জমা পড়লেও সেই টাকা ব্যাংকের থেকে উঠাতে গেলে ওই ব্যাংকের ম্যানেজার আমার কাছ থেকে ১০ হাজার টাকা কাটমানি হিসেবে চায়। কিন্তু অত টাকা আমার পক্ষে দেওয়া কখনই সম্ভব নয় বলে তাকে জানিয়ে দেই। তবুও ম্যানেজারের পাঠানো লোক আমার কাছে আবার এলে ওই সাবসিডির টাকা পেলে ব্যবস্যাটা আরেকটু ভালমত করতে পারব দেখে আমি আমার সাধ্যমত ১০০০ টাকা দিয়েছিলাম। কিন্তু তারপরেও সে বাকি টাকা না পেলে সাবসিডির টাকা দিতে রাজি নয় বলে জানান।” এরপরেই তিনি এব্যাপারে তপনের বিডিও অফিসে সব জানিয়ে লিখিত অভিযোগ জানান।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় ১৪ কেজি ওজনের দুটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার
যদিও ওই ব্যাংকের ম্যানেজার রক্তিম পাল তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানান,”প্রতিহিংসাতে উনি এই অভিযোগ করেছেন। আমি ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে বলেছিলাম। তা জমা না করতে পারার জন্য তার সাবসিডির টাকা ব্লক করে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584