সরকারি জায়গা দখল করে বাড়ি করার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

0
45

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের লালগোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিগ্রাম এলাকায় গ্রাম পঞ্চায়েত সদস্য বকুল শেখের বিরুদ্ধে অভিযোগ উঠল সরকারি জায়গা দখল করে বাড়ি তৈরি করার। গ্রামবাসীদের অভিযোগ, ৫৫ ফুটের সরকারি রাস্তা আছে মাঠে এবং কবরস্থান যাওয়ার জন্য। সেই জায়গার উপর ক্ষমতার জোরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বাড়ি তৈরি করছে লালগোলা গ্রাম পঞ্চায়েত সদস্য বকুল শেখ।

local people | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় গ্রামবাসীরা জানায় এই জায়গার উপর দিয়েই আমরা মাঠে ও কবরস্থানের যাতায়াত করি। কিন্তু এই জায়গা ঘিরে বাড়ি তৈরি করার ফলে আমাদের মাঠে বা কবরস্থানে যাওয়ার জন্য প্রায় ৩ কিলোমিটার রাস্তা ঘুরতে হবে। এই রাস্তার উপর দিয়ে গ্রামের ও বহিরাগত লোক চলাফেরা করে।

গ্রামবাসীরা বকুল শেখকে বাড়ি তৈরি করার জন্য বারণ করতে গেলে তাদের কথা তিনি শোনেননি, জোর করেই শুরু করে দেন পিলার তৈরীর কাজ। যেখানে বাড়ি তৈরি করছে তার পাশেই আছে একটু ঢালাই রাস্তা ও সরকারি টাইম কল। এলাকার মানুষজনের এখনও ভরসা এই টাইম কলের জল। কিন্তু পিলার তৈরি করার জন্য মাটি কাটতে গিয়ে সেই টাইম কলের পাইপ মাটির তল থেকে বের করে দিয়েছে। যে কোন সময় ভেঙে যেতে পারে টাইম কলের পাইপ বলে আশঙ্কা।

আরও পড়ুনঃ সস্তার রাজনীতিতে নেমেছেন অধীর বাবু, বক্তব্য তৃণমূল ছাত্র নেতার

গ্রামবাসীরা আরও বলেন, এখন যদি তিনি জোর করে বাড়ি তৈরি করে নেন সরকারি জায়গার উপর তাহলে হয়তো ভবিষ্যতে সরকারি জায়গার উপর থাকা সরকারি ট্যাপ কলও ভেঙে ফেলবে। এই ব্যাপারে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বকুল শেখের মতামত জানতে তার বাড়ি যাওয়া হলে বাড়ি তালাবন্ধ দেখা যায়। বাড়িতে ডাকাডাকির পরেও কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ দুর্নীতি নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূলের পঞ্চায়েত প্রধান

অভিযুক্ত মেম্বারকে ফোন করলে তিনি এলাকায় আসতে দেরি হবে বলে ফোন কেটে দেন। পরে আবার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। এই ব্যাপারে লালগোলা বিধানসভার বিধায়ক আবু হেনা কে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি শুনেছি এবং আমি এখন বাইরে আছি তাই বিষয়টা আমি আমার অন্য নেতৃত্বদের খোঁজ নিয়ে দেখতে বলেছি। যদি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here