নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
আবার শিরোনামে নামে এল দাড়িভিট গ্রাম। এক বিজেপি কর্মীকে তৃণমূলের দুস্কৃতিদের হাত থেকে প্রাণে বাঁচানোর কারণে এক যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির এক কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
ইসলামপুর থানা এলাকার দারিভিটেয় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর ওই বিজেপি কর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি রাজু হালদার নামে বিজেপির এক যুব নেতাকে মারধর করে তৃণমূল কর্মীরা। তাকে তখন মারের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া শিশুকন্যার দেহ উদ্ধার
এরপরই ওই বিজেপি কর্মীকে কেন বাঁচানো হলো সেই অভিযোগ নিয়ে শুক্রবার রাতে এক যুবককে মারধর করে তৃণমূল কর্মীরা। থানাতে দু’বার অভিযোগ জানাতে এসেও, সেই অভিযোগ নেওয়া হয়নি বলেও জানাযায়। বিজেপি নেতা সন্দীপ ভট্টাচার্য জানান,”বিজেপি কর্মীদের ওপর এটা পরিকল্পিতভাবে আক্রমণের ঘটনা। দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামব।” যদিও তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল জানিয়েছেন, নিজেদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে এই ঘটনা। এখানে আদৌ কোন রাজনীতির বিষয় নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584