মুর্শিদাবাদে ফের কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে

0
100

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

বাংলা আবাস যোজনায় মা ছেলের নাম আসায় আগাম ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা চেয়েছিলো তৃণমূলের বুথ সভাপতি।

villagers | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু সেটা ৩০ হাজার টাকা দেওয়ায় বচসা ও পুরোনো জায়গা নিয়ে কোর্টের রায় ঘোষণার পরেও এক পর্যায়ে গন্ডগোলের জেরে এক ব্যক্তিকে রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

tmc booth president | newsfront.co
নিজস্ব চিত্র
woman | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতি থানার হারোয়া গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম সেলিম শেখ(৪৫)। ঘটনায় মোট ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত প্রায় দশদিন আগে। কয়েকদিন আগেই বাংলা আবাস যোজনার লিস্ট বের হয়।

selim seikh | newsfront.co
নিজস্ব চিত্র

তাতেই নাম ছিলো সেলিম শেখ ও তার মায়ের। অভিযোগ, তারপরেই স্থানীয় বুথ সভাপতি বাণী ইসরাইল টাকা নেওয়ার জন্য চাপ দেন। না দিলে ১১ই জানুয়ারি সকালে হঠাৎই সেলিম শেখের উপর হামলা করে প্রায় ছয়জন ব্যক্তি।

আরও পড়ুনঃ গঙ্গারামপুরে তৃণমূলের গোষ্ঠীদন্দ্ব! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দলীয় নেতার

তারপরে গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে জঙ্গিপুর, বহরমপুর ও পরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দিন তিনেক আগেই তার মৃত্যু হয়। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here