সিমা পুরকাইত, দক্ষিণ দিনাজপুরঃ
বিজেপি শক্তিকেন্দ্র প্রমুখের বাড়িতে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ভাঙচুর ও লুটপাটও করা হয় ওই বাড়িতে। ঘর ছাড়া বিজেপি সর্মথক। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফলতা থানার দক্ষিণ জাফরপুরের বরপুকুর তলায়।
ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক ব্যানার্জির খাসতালুক ফলতা। এখানে বিরোধীদের ঝান্ডা লাগানো থাকা কোন কর্মসূচিও করা যাবে না বলে হুমকি দেওয়া হয়।তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ফলতা ব্লকের বিকাশ গুড়ে ও বঙ্গোনগরের অঞ্চল সভাপতি নাজিবুল মন্ডলের নেতৃত্বে শতাধিক দুস্কৃতী ফলতার মন্ডল চারের শক্তি প্রমুখ রঞ্জিত সানার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। মহিলাদের বেধড়ক মারধর করা হয়।
ভাঙচুর সহ সোনাদান টাকা পয়সা আলমারি ভেঙে লুঠ করে ওই দুস্কৃতকারীরা বলে জানাযায়। বই পত্র ছিঁড়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে আতঙ্কিত ওই পরিবারের সদস্যরা। এলাকাবাসীদের অভিযোগ, রাত নামলে অত্যাচার শুরু হয়।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় শুভেন্দু অনুগামী বনাম আদি বিজেপি কর্মীদের গন্ডগোল প্রকাশ্যে
গত তিনদিন আগে ঘুড়িকে কেন্দ্র করে উপপ্রধান ওরফে ফলতা ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি বিকাশ গুড়ের সঙ্গে প্রতিবেশীদের ঝামেলা হয়। তারপর থেকে শুরু হয় অত্যাচার।
এর আগে অঞ্চল সভাপতি ও উপপ্রধান অত্যাচার চালাত এলাকায় বলে অভিযোগ স্থানীয়দের। যদিও বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের স্থানীয় নেতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584