ভগবানপুরে তৃণমূলের মিছিল থেকে বিজেপির ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

0
197

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নং ব্লকে তৃণমূল প্রার্থী অর্ধেন্দুশেখর মাইতির সমর্থনে বিশাল রোড শো হয় আজ। এমনকি গ্রামের ভেতর বিভিন্ন বুথেও পায়ে হেঁটে প্রচার সারেন প্রার্থী। মিছিলে টোটোর র‌্যালিও দেখা যায়। ভগবানপুর ২ নং ব্লকের এই এলাকা স্পর্শকাতর এলাকা বলেই পরিচিত।

Ardhendu Maity | newsfront.co
অর্ধেন্দুশেখর মাইতি, তৃণমূল প্রার্থী। নিজস্ব চিত্র

কারণ, প্রায়ই এই এলাকায় বোমা গুলি চলতে থাকে। বহুবার তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষও হয়েছে। সেই ব্লকে আজ দাপিয়ে বেড়ালেন তৃণমূল প্রার্থী অর্ধেন্দুশেখর মাইতি। প্রচার করার পথে এলাকার শীতলা মন্দিরে ঢুকে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করে প্রণাম সারেন তিনি।

BJP Worker | newsfront.co
তপন মিদ্যা, অভিযোগকারী বিজেপি কর্মী। নিজস্ব চিত্র
BJP flag | newsfront.co
পড়ে রয়েছে বিজেপির ফেস্টুন। নিজস্ব চিত্র

এই মিছিল থেকেই ভগবানপুর ২ নং ব্লকের জুখিয়া অঞ্চলের বাঘাদাঁড়ি এলাকায় বিজেপির ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের মিছিল থেকে বিজেপির উদ্দেশ্যে গালাগাল এবং বিজেপির ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ করল বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায়।

আরও পড়ুনঃ কমিশনের বিধি ভেঙ্গে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাতায়াতের অভিযোগে শিলিগুড়িতে ধৃত ১

Police force | newsfront.co
পুলিশি উপস্থিতি। নিজস্ব চিত্র
Ambikesh Manna | newsfront.co
অম্বিকেশ মান্না, স্থানীয় পঞ্চায়েত প্রধান। নিজস্ব চিত্র

তৃণমূলের মিছিলের সামনে পেছনে পুলিশ থাকা সত্ত্বেও এমন ঘটনায় ক্ষোভ দেখা গিয়েছে বিজেপির। ঘটনা অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা অম্বিকেশ মান্না বলেন,”এমন ঘটনা আমাদের দলের কেউই করেনি, বিজেপি মিথ্যা প্রচার করছে। ওরাই আমাদেরকে এলাকায় ফ্ল্যাগ ফেস্টুন টাঙাতে দিচ্ছে না, হুমকি দিচ্ছে।”

আরও পড়ুনঃ এগরায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা কেন্দ্রীয় মন্ত্রীর

Ardhendu Sekhar Maity | newsfront.co
তৃণমূলের মিছিল। নিজস্ব চিত্র

পাশাপাশি তৃণমূল প্রার্থী অর্ধেন্দুশেখর মাইতি বলেন, “এমন ঘটনার অভিযোগ আমি এখনও পর্যন্ত পাইনি, তবে বিজেপি মিথ্যা প্রচার করছে, আমার মিছিল থেকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।” কিন্তু বিজেপি অভিযোগ করছে, তৃণমূলের মিছিল থেকেই বিজেপির ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here