মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপি কার্যালয়ের সামনে থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে তুফানগঞ্জ ১ নং ব্লকের চিলাখানা বাজার চত্বরে। জানা গিয়েছে, প্রতিদিনের মত আজ সকালে এক বিজেপি কর্মী কার্যালয় খুলতে এসে দরজার সামনে বোমা দেখতে পায়।
এরপর ঘটনার খবর দেওয়া হয় বিজেপি কর্মীদের। পাশাপাশি খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানার পুলিশকে। তাঁরা এসে প্রাথমিক অবস্থায় বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। যদিও পুরো ঘটনার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেন স্থানীয় তৃণমূল নেতা।
এক বিজেপি কর্মী জানিয়েছেন, প্রতিদিনের মত শুক্রবার সকালে বিজেপি কার্যালয় খুলতে এসে দেখি কার্যালয়ের সামনে বোমা পড়ে রয়েছে। তা দেখে খবর দেওয়া বিজেপি কর্ম কর্তাদের। তাঁরা এসে খবর দেয় পুলিশকে। এরপর তুফানগঞ্জ থানার পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়।
এবিষয়ে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি সহ সংযোজক চিরঞ্জিত দাস জানান, এগুলি তৃণমূলের ষড়যন্ত্র। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অশান্তির বাতাবরণ তৈরী করার জন্য বিজেপি কার্যালয়ের সামনে একটি তাজা বোমা রেখে দেয় বলে অভিযোগ বিজেপির।
এবিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা ওই অভিযোগ অস্বীকার করে জানান, সারা রাজ্যের এখন মুকুল ও দিলীপ গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে।
আরও পড়ুনঃ চাঁচলে আগ্নেয়াস্ত্র-সহ ৩ ডাকাত গ্রেফতার
তাঁদের মধ্যেই কেউ না কেউ এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য বা দলীয় কার্যালয়ে মজুত করার জন্য এনেছিল । এখন তা প্রকাশ্যে এনে তৃণমূলের গায়ে কালি লাগানোর চেষ্টা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584