সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের আউশগ্রাম ১ ব্লকের দিগনগর অঞ্চলের মালিকপাড়া এলাকায় বিজেপি প্রার্থীর প্রচারে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল।
বোলপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস অভিযোগ করে বলেন, মালিকপাড়া দিয়ে বিজেপির প্রচারের সময় এক দল দুষ্কৃতিকারী হাতে লাঠি,বাঁশ নিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়।বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাসের দুই নিরাপত্তারক্ষী কোনরকমে তাঁকে নিরাপদ জায়গায় নিয়ে যায়।যদিও বিজেপির মিছিলে হামলা করার কথা অস্বীকার করেছে তৃণমূল।আউশগ্রাম ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদেক রহমান জানিয়েছেন,বিজেপির এই অভিযোগ একেবারেই মিথ্যা। তিনি বলেন,বিজেপি প্রচার চালানোর সময় এমন কিছু আপত্তিকর মন্তব্য করেছিল যা গ্রামবাসীরা তার প্রতিবাদ করে।বর্তমান রাজ্য সরকার আউসগ্রাম ব্লকে উন্নয়ন করেছে তাই মানুষ তাদের পাশে আছে এবং থাকবে বলেই তাঁর মত।
আরও পড়ুনঃ বিরোধী ভোটারকে বুথে ঢুকতে বাধা,মারধর, অভিযোগ ইটাহারে
যদিও বিজেপি কর্মীরা বলছেন,এলাকায় বিজেপির শক্তির উত্থান দেখেই ভয় পাচ্ছে শাসকদল।তাই প্রচারে এই ভাবে বাধা দিচ্ছে, মারধর করার চেষ্টা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584