নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জেলার রাণীনগর বিধান সভার রানীনগর-১ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল হাসান বাপীর বিরুদ্ধে দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে লিখিত অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে দলেরই ৯ কর্মাধ্যক্ষ সহ ১৭ জন সদস্য সদস্যা গণ। গতকাল লিখিত অনাস্থা প্রস্তাব ডোমকল মহকুমা শাসক শ্রী রাজীব মন্ডলের কাছে জমা দেন তারা।
উল্লেখ্য বিধানসভা ভোটের সময় দলবিরোধী কার্যকলাপ ও দলীয় প্রার্থী সৌমিক হোসেনের বিরুদ্ধে ভোট বয়কট করার অভিযোগে দলের ব্লক সভাপতি আমিনূল হাসান বাপীকে দল থেকে বহিষ্কার করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ আবু তাহের খান।
আরও পড়ুনঃ কান্দিতে রাস্তা সংস্কারের দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি
যদিও তাকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে সরানো যাইনি। ভোট মিটতেই পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসানের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনা হল। এদিন পঞ্চায়েত সমিতির ৯ কর্মাধ্যক্ষ সহ ১৭ জন সদস্য সদস্যা গণ সাংবাদিক সম্মেলন করে এই অনাস্থার কথা ঘোষণা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584