সুদীপ পাল, বর্ধমানঃ
‘দিদিকে বলো’ কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। গলসি ২ ব্লকের জাঁহাপুর বাজারের কাছে এই ঘটনা ঘটে। পুলিশের কাছে অভিযোগ করেন ভুঁড়ি গ্রাম পঞ্চায়েতের ওই সদস্য প্রশান্ত কোঁঙার।

তাঁর অভিযোগ, মাটিতে ফেলে, লাঠি দিয়ে মারধর করা হয়েছে তাঁকে। যদিও এই অভিযোগ মেনে নেয়নি বিজেপি।
জানা যায়, ভুঁড়ি অঞ্চলের মেরুয়াল গ্রামে গলসি ২ ব্লক যুব সভাপতি সুজন মন্ডলের ‘দিদিকে বলো’ কর্মসূচি ছিল। প্রশান্তবাবু সেখানে গিয়েছিলেন। কর্মসূচি শেষে বাড়ি ফেরার সময় একটি চায়ের দোকানে চা খেতে দাঁড়ান তিনি। তখনই বিজেপি কর্মী প্রসেনজিৎ শিকদার হঠাৎ তাঁর ওপর চড়াও হয়। দলের অঞ্চল সভাপতি তথা ওই পঞ্চায়েতের উপপ্রধান সুবোধ ঘোষের দাবি, তৃণমূলকে কর্মসূচি করতে দেবে না বলেই বিজেপি সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারপরেও সব বাধা অতিক্রম করে কর্মসূচি সম্পূর্ণ হয়েছে। আক্রোশ প্রকাশ করতেই তারা প্রশান্তকে একা পেয়ে হামলা করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুনঃ রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্কুল পড়ুয়াদের
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রসেনজিৎ। তাঁর দাবি, কর্মসূচি শেষে তৃণমূলের ওই নেতা লোকজন নিয়ে তাঁর ওপর হামলা করেন। এখন মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে। বিজেপির উচ্চস্তরীয় নেতা আরতী বর্মনের দাবি, মিথ্যে অভিযোগ করে তাঁদের কর্মীকে ফাঁসানো হচ্ছে। আদতে তাঁদের কর্মীই আক্রান্ত হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584