নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কেশপুর থানার গোবিন্দপুর গ্রামে গৃহবধূকে খুন করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে।

রবিবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামে। মৃত গৃহবধূর নাম সঙ্গীতা খাঁ। মৃত গৃহবধূর বাবা কেশপুর বাজার এলাকার বাসিন্দা পেশায় খবরের কাগজ বিক্রেতা লক্ষণ দোলাই বলেন, এক বছর আগে কেশপুর থানার গোবিন্দপুর গ্রামের মনোরঞ্জন খাঁ’র সাথে তার মেয়ে সঙ্গীতার বিয়ে হয়। বিয়ের চার মাসের পর থেকেই পণের দাবিতে প্রায় মেয়ের উপর অত্যাচার করত জামাই ও তার বাবা-মা সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে, গ্রেফতার
তারা মেয়েকে প্রচণ্ড মারধর করত। মেয়েকে রবিবার রাতে শ্বাসরোধ করে খুন করে গায়ে আগুন লাগিয়ে দেয় বলে তার অভিযোগ। যার ফলে অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির মধ্যে মারা যায় সে। বিষয়টি জানতে পেরে গোবিন্দপুর গ্রামে জামাইয়ের বাড়িতে যায় মৃতার বাবা। কিন্তু জামাই সহ তার বাড়ির সকলেই পলাতক। কেশপুর থানায় গিয়ে জামাইসহ সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
খবর পেয়ে গোবিন্দপুর গ্রামে যায় কেশপুর থানার পুলিশ। কেশপুর থানার পুলিশ গোবিন্দপুর গ্রামে গিয়ে ১৯ বছর বয়সী গৃহবধূ সঙ্গীতা খাঁ’র মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে। এছাড়াও কেশপুর থানার পুলিশ অভিযুক্ত সংগীতার স্বামী মনোরঞ্জন খাঁ ও তার বাবা – মায়ের খোঁজে তল্লাশি শুরু করেছে।
আরও পড়ুনঃ আনন্দপুরের অভিজাত আবাসনের ২৪ তলা থেকে ‘ঝাঁপ’ মৃত্যু কিশোরের
তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত গৃহবধূর বাবা জামাই মনোরঞ্জন খাঁ সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওই ঘটনার ফলে তার পরিবারের সকলেই শোকে ভেঙে পড়ে।
সঙ্গীতাকে যে ভাবে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা খুন করে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে তা স্বপ্নেও ভাবতে পারছে না এলাকার বাসিন্দারা। তাই ওই এলাকার বাসিন্দারা মনোরঞ্জন সহ তার পরিবারের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584