নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ওই বিভাগেরই এক সহ অধ্যাপক (চুক্তি ভিত্তিক) দেবেশ চন্দ্র ভট্টাচার্যের বিরুদ্ধে।
এই ঘটনার তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ডেপুটেশন দিল AIDSO বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউনিট। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাপস জানা ও বাপি বেরা , ধ্রুবজ্যোতি প্রামাণিক, সুভাষ কুন্ডু প্রমুখ।
বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষে তাপস জানা বলেন- “ছাত্রীদেরকে মা বলে সম্মোধন করে নারী শিক্ষা বিস্তারে যে বিদ্যাসাগর বাংলা তথা দেশজুড়ে চিরস্মরণীয় হয়ে আছেন, তারই নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় এইরকম একটি ঘটনা বিশ্ববিদ্যালয় তথা সমস্ত শিক্ষা প্রেমী মানুষের কাছে অত্যন্ত লজ্জার ও বেদনার। ফলে আমরা V.C ‘র কাছে ডেপুটেশন দিয়েছি এবং দাবি জানিয়েছি বিষয়টির যথাযথ তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আগামী দিনে এরকম ঘটনা যাতে না হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584