নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
উত্তরপ্রদেশকে করোনা প্রদেশ বলে আক্রমণ অখিলেশ যাদবের দেশের এমন কঠিন করোনা আবহেও অক্সিজেন, ওষুধ ,হাসপাতালে বেড কোনো কিছু নিয়েই নাকি কোনো সমস্যা নেই তার রাজ্যে এমনটাই বারেবারে বলে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
যদিও এলাহাবাদ হাইকোর্ট কদিন আগেই লখনৌ সহ পাঁচ শহরে লকডাউন জারির নির্দেশ দিয়েছিল। বিরোধীদের অভিযোগ, তিনি সঠিক তথ্য দিচ্ছেন না। এবার যোগীর দাবির বিরোধিতা শুরু হয়েছে দলের অন্দরেই। বিজেপির সাংসদ থেকে শুরু করে রাজ্যের এক মন্ত্রীও যোগীকে চিঠি লিখে জানান, মীরাট ও লখনউ-সহ রাজ্যের বহু জায়গাতেই যথেষ্ট সমস্যা রয়েছে।
আরও পড়ুনঃ বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের
উত্তরপ্রদেশের শ্রমিক উন্নয়ন কাউন্সিলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুনীল ভারালা ও লখনউয়ের মোহনলালগঞ্জ কেন্দ্রের সাংসদ কৌশল কিশোর চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন যোগীকে। কৌশল জানান, কেজিএমইউ ও বলরামপুর হাসপাতালে বহু বেডই খালি অথচ হাসপাতাল কর্তৃপক্ষের অনেকেই ছুটিতে। করোনা মোকাবিলায় সম্পূর্ণ উদাসীন তারা। এই দুই সরকারি হাসপাতালের অব্যবস্থা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ সাংসদ।
পাশাপাশি মন্ত্রী সুনীল বারালার অভিযোগ, অক্সিজেন ও জীবনদায়ী ওষুধের আকাল ফলে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যোগী যেন ব্যক্তিগত ভাবে এই সব বিষয়ে হস্তক্ষেপ করেন। যদিও এত অভিযোগের মধ্যেও যোগী আদিত্যনাথ সোমবার আবারও দাবি করেছেন, বেড, অক্সিজেন ওষুধ কোনকিছুরই কোন সমস্যা নেই তার রাজ্যে।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব যোগী সরকারের ব্যর্থতাকে কটাক্ষ করে বলেন, উত্তরপ্রদেশ এখন ‘করোনা প্রদেশ’। অখিলেশের দাবি রাজ্যে করোনায় মৃতের সংখ্যা নিয়েও মিথ্যে তথ্য দিচ্ছে যোগী সরকার। অখিলেশের সরাসরি অভিযোগ সম্পূর্ণ ভুয়ো তথ্য দিচ্ছে যোগী সরকার। মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে কিন্তু শ্মশানে মৃতদেহের স্তূপ জমা হচ্ছে।
আরও পড়ুনঃ দেশে যথেষ্ট পরিমাণ অক্সিজেন মজুত রয়েছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল
অখিলেশ বলেন, বিজেপির বিধায়ক, সাংসদরাও যোগীর এই কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট।সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দাবি করেছেন, নিজেদের নিয়ে গর্ব করতে গিয়ে সরকার বিপদে ফেলছে রাজ্যের মানুষকে। তার আবেদন সরকার একটু মানবিক হোক। অতিমারী নিয়ে ছেলেখেলা না করে খোলা চোখে সমস্যা সমাধানে উদ্যোগী হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584