নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গণধর্ষিতা এক তরুণীকে অপহরণের পরে তাঁর চুল কেটে মুখে কালি মাখিয়ে খোদ রাজধানী দিল্লির প্রকাশ্য রাস্তায় হাঁটালেন একদল মহিলা সঙ্গে চললো তাঁদের নারকীয় উল্লাস এমনটাই অভিযোগ। ঘটনাটি ঘটেছে তিল্লির কস্তুরবা নগরে। সে ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
কয়েকজন বেআইনি মদের ব্যবসায়ীদের কাছে ধর্ষিতা হন ২০ বছর বয়সী এক তরুণী। তাঁকেই এক তরুণের মৃত্যুর জন্য দায়ী করেন ঐ মহিলারা। সে কারণেই নাকি মেয়েটিকে ‘শাস্তি’ দেওয়ার এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। গত ১২ নভেম্বর এক তরুণ আত্মহত্যা করেন, তাঁর মৃত্যুর জন্য মৃতের পরিবার ঐ তরুণীকে দোষী সাব্যস্ত করেন। মৃত ব্যক্তির কাকা ঐ তরুণীকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যান ও গণধর্ষণ করা হয় তাঁকে, এমনই অভিযোগ।
দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ব্যক্তিগত শত্রুতার জেরে যেভাবে এক জন মহিলাকে যৌন হেনস্থা করা হয়েছে ও এ ভাবে হয়রানি করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় চার জন গ্রেপ্তার হয়েছে বলেও জানান তিনি।
कस्तूरबा नगर में 20 साल की लड़की का अवैध शराब बेचने वालों द्वारा गैंगरेप किया गया, उसे गंजा कर, चप्पल की माला पहना पूरे इलाक़े में मुँह काला करके घुमाया। मैं दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। सब अपराधी आदमी औरतों को अरेस्ट किया जाए और लड़की और उसके परिवार को सुरक्षा दी जाए। pic.twitter.com/4ExXufDaO3
— Swati Maliwal (@SwatiJaiHind) January 27, 2022
ये बेहद शर्मनाक है। अपराधियों की इतनी हिम्मत हो कैसे गई? केंद्रीय गृहमंत्री जी और उपराज्यपाल जी से मैं आग्रह करता हूँ कि पुलिस को सख़्त एक्शन लेने के निर्देश दें, क़ानून व्यवस्था पर ध्यान दें। दिल्लीवासी इस तरह के जघन्य अपराध और अपराधियों को किसी भी क़ीमत पर बर्दाश्त नहीं करेंगे। https://t.co/aAinx2Sbti
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 27, 2022
দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানান, দিল্লি পুলিশকে এ ব্যাপারে নোটিস দেওয়া হয়েছে, অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়েছে পাশাপাশি ওই তরুণী এবং তাঁর পরিবারের নিরাপত্তারও দাবিও জানানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যাটন্ট গভর্নর অনিল বাইজলকে আর্জি জানিয়েছেন যাতে এবিষয়ে পুলিশকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুনঃ ঝাড়খণ্ডে বড়সড় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রেল পরিষেবা, বিস্ফোরণে মাওবাদী হাত বলেই অনুমান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584