নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ে হুহু করে বাড়ছে সংক্রমণ। তাই ভোটের প্রচারে অন্য রকম ভাবনা আলিমুদ্দিনের। বাকি তিন দফা ভোটে কোন বড় জমায়েতের পথে হাঁটবেন না তাঁরা। বাড়ি বাড়ি গিয়ে ও ভার্চুয়াল প্রচারে জোর দিচ্ছে বামফ্রন্ট। নিঃসন্দেহে রাজনৈতিক দল হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাদের।
আলিমুদ্দিন ষ্ট্রিটে এক সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানালেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। বড় জমায়েত করার পরিবর্তে মানুষকে সচেতন করার ওপর জোর দেবেন তাঁরা, এমনই জানালেন তিনি। তিনি আরও বলেন, গত এক বছরে তাঁরা যেভাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, বাস্তব পরিস্থিতি মেনে সবাইকে সচেতন করা এবং রেশন ও খাদ্য পৌঁছে দেওয়ার মতো কাজ তাঁরা করবেন।
আরও পড়ুনঃ রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ, ১৬এপ্রিল থেকে ‘ভার্চুয়ালি’ কাজের নির্দেশ জারি হাইকোর্টের
বাড়ি বাড়ি গিয়ে যারা প্রচার করবেন তাদের মাস্ক ও স্যানিটাইসার ব্যবহার বাধ্যতামূলক। কয়েকটি পরিবারের সঙ্গে ছোট ছোট মিটিং করার পরিকল্পনা রয়েছে তাঁদের এছাড়া মূলত সামাজিক মাধ্যমে চলবে প্রচার। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের লকডাউন নীতিরও তুমুল সমালোচনা করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584