ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনা আবহে ২০২০ সালের মার্চ মাসে ভারতীয় রেলওয়ে বেশ কিছু ছাড়কে স্থগিত ঘোষণা করে। সেই সময়ের স্থগিত হওয়া ছাড় এখনো পর্যন্ত স্থগিতই রয়েছে। এর ফলে প্রায় ৪ কোটি প্রবীণ নাগরিকের কাছ থেকে পুরো ভাড়া উসুল করেছে রেল, এমনটাই জানা গিয়েছে এক RTI-এর উত্তরে।
মধ্য প্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড় তথ্যের অধিকার আইনে রেলওয়ের কাছে এই বিষয়টি জানতে চান। তার উত্তরে ভারতীয় রেলওয়ে জানিয়েছে ২২ মার্চ ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে ৩,৭৮,৫০,৬৬৮ জন প্রবীণ নাগরিক রেল যাত্রা করেছেন। এই সময়ের মধ্যে করোনা ভাইরাসের কারণ চলা লকডাউনের কারণে বেশ কয়েকমাস ট্রেন চলাচল বন্ধ ছিল। সর্বোপরি উল্লেখযোগ্য বিষয় হল মার্চ ২০২০ থেকে স্থগিত হওয়া ছাড় এখনও পর্যন্ত স্থগিতই রয়েছে।
Almost 4 crore senior citizens forced to pay full fare for their travel since railways suspended their concessions due to the coronavirus outbreak in March 2020, reveals RTI reply
— Press Trust of India (@PTI_News) November 21, 2021
আগে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে মহিলারা ৫০ শতাংশ ছাড় পেতেন এবং পুরুষরা ৪০ শতাংশ। ছাড় স্থগিত রাখার অর্থ হল, এই নির্দিষ্ট সময়কালের মধ্যে ট্রেনে যাত্রা করা প্রবীণ নাগরিকেরা কেউই এই সুবিধা পাননি। এর মধ্যে ২০১৭ সালে শুরু হয়েছিল ‘ছাড় ফিরিয়ে দেওয়া’ ( Give it up) বিকল্প যোজনা।
আরও পড়ুনঃ আইন ফের প্রণয়নও করা যায়, কৃষি আইন প্রত্যাহার নিয়ে বেফাঁস মন্তব্য বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের
গত মাসে মাদুরাইয়ের সাংসদ এস ভেঙ্কটেশ রেলমন্ত্রীর কাছে রেল যাত্রার জন্য যাত্রীদের দেওয়া ছাড় বহাল করার আবেদন করে বলেন, এটি দেশে প্রবীণ নাগরিকদের জন্য আবশ্যক, যেখানে ২০ শতাংশ মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584