নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দিঘার সমুদ্রে শুরু হলো জলোচ্ছ্বাস। অমবস্যার ভরা কোটালে সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠেছে। আর সেই জল লাফিয়ে লাফিয়ে সমুদ্র পাড়ে আছড়ে পড়ছে। যা দেখে এক বৈচিত্র্যময় চিত্র উঠে এল এ দিন৷

মহামারী করোনার কারণে রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা প্রায় পর্যটক শূন্য। ফলে গুটি কয়েক পর্যটক যারা সমুদ্রে পাড়ে রয়েছে তারাই সমুদ্রের এই অপরূপ দৃশ্য উপভোগ করতে পেরেছে। পর্যটকদের সাবধান করতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে সমুদ্রে যাতে কোন পর্যটক না নামে, বার বার করে পর্যটকদের সমুদ্রের পাড়ে যেতেও নিষেধ করা হচ্ছে।হাল্কা মেঘলা আকাশের মাঝে সমুদ্রের জলোচ্ছ্বাস পর্যটকরা তারিয়ে তারিয়ে উপভোগ করে চলেছে।
আরও পড়ুনঃ ১০০ বেডের আইসোলেশন ওয়ার্ডের সূচনা নৈহাটি স্টেডিয়ামে
বিকেল যত গড়াবে জলোচ্ছ্বাস ততই বাড়বে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে মহামারীরমধ্যেও সমুদ্রের এই বৈচিত্র্যময় দৃশ্যের সাক্ষী থাকার জন্য যথেষ্ট উৎসাহী পর্যটকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584