না ফেরার দেশে কবি অলোকরঞ্জন দাশগুপ্ত

0
121

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ফের বাংলায় নক্ষত্র পতন। ইহলোককে বিদায় জানিয়ে পরলোকে গমন করলেন বিশিষ্ট কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। বয়স হয়েছিল ৮৭ বছর। জার্মানির বাসভবনে মঙ্গলবার স্থানীয় সনয় রাত ন’টা নাগাদ প্রয়াত হন তিনি। বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কবি। এ দিন তাঁর স্ত্রী এলিজাবেথ ফোনে তাঁর মৃত্যুসংবাদ জানান।

Alokeranjan Dasgupta | newsfront.co
অলোকরঞ্জন দাশগুপ্ত

১৯৩৩ সালে ৬ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন অলোকরঞ্জন দাশগুপ্ত। শান্তিনিকেতনে পড়াশোনা শেষ করে সাহিত্য নিয়ে উচ্চশিক্ষার জন্য পা রাখেন সেন্ট জেভিয়ার্স কলেজে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পিএইচডি করেন ভারতীয় কবিতার শব্দমালা নিয়ে।

এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে এক যুগেরও বেশি সময়ে পড়িয়েছেন। সেসময়ই জার্মান সাহিত্যের প্রতি আগ্রহ থেকে অনুবাদের কাজে হাত দেন। বহু জার্মান কবিতা কাব্যগুণ বাঙালি আহরণ করেছেন তাঁর লেখনীতে। বাংলার সাহিত্য সম্ভারকেও তিনি অনুবাদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন জার্মানে।

আরও পড়ুনঃ এক্সক্লুসিভ ইন্টারভিউঃ হ্যালো, সোহিনী ম্যাডাম…

এরপর হামবোল্ড ফাউন্ডেশন ফেলোশিপ নিয়ে পড়াতে যান জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে। এছাড়া সে দেশের অত্যন্ত নামী প্রতিষ্ঠান ডয়েশ-ইনডিশ-গ্যাসেলশ্যাফট, যা মূলত ভারত-জার্মানির সম্পর্ক নিয়ে কাজ করে, সেখানকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন কবি অলোকরঞ্জন দাশগুপ্ত।

বাংলা-জার্মান সাহিত্যের মেলবন্ধন ঘটানোর মতো বিরাট কর্মকাণ্ডের জন্য সে দেশের সরকারের তাঁকে ‘গ্যেটে’ পুরস্কারে সম্মানিত করে। সেই সময় থেকেই জার্মানিতে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন কবি। তবে কলকাতার সঙ্গে সংযোগ ছিল নিবিড়। এখানকার সমসাময়িক সাহিত্য নিয়ে অত্যন্ত উৎসাহী ছিলেন তিনি।

আরও পড়ুনঃ ওটিটি-তে বাংলা বিনোদনের নতুন ঠিকানা ‘ক্লিক’

বৈদগ্ধ্য আর সৃষ্টির আশ্চর্য সমন্বয় তাঁর জীবন জুড়ে। শ্রেষ্ঠ কবিতার উৎসর্গে লেখেন, ভগবানের গুপ্তচর মৃত্যু এসে বাঁধুক ঘর/ ছন্দে, আমি কবিতা ছাড়ব না’! যা এক সময়ে বহু বাঙালির কবিতা লেখার আবেগকে উস্কে দিয়েছিল। সাহিত্য জগতে বিশেষ অবদানের জন্য একাধিক পুরস্কারও লাভ করেছেন কবি। ১৯৯২ সালে ‘মরমী করাত’ কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছিলেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার।

এছাড়াও রবীন্দ্র পুরস্কারও পেয়েছিলেন অলোকরঞ্জন দাশগুপ্ত। তিনি লিখেছিলেন, “এখন যুদ্ধ না শান্তি স্পষ্ট করে বুঝতেই পারি না……/যুদ্ধ ঠিক শেষ হয়নি, অথবা এখন শান্তি শেষ…”। আজ এক যুদ্ধ-শান্তির মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশ্ব থেকে বিদায় নিলেন কবি অলোকরঞ্জন। তাঁর মৃত্যু খবর দেশে পৌঁছতেই সাহিত্যজগৎ সহ অগুনতি অনুরাগী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here