সাইনবোর্ড যতই আলাদা হোক, গোডাউনটা তো কালীঘাটেঃ সেলিম

0
62

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

যারা এখনও মনে করছেন তৃণমূল বিজেপিকে আটকাবে ওই সব ফালতু কথা। গরম পড়লে কী হয় আইসক্রিম যেরকম গলে পড়ে যায় ঠিক যত ঠান্ডা পড়ছে তৃণমূলের তাই অবস্থা আছে যত সর্দি আসছে তৃণমূলের আইসক্রিম ডাব্বা গলে পড়ে যাচ্ছে।

cpim | newsfront.co
নিজস্ব চিত্র
crowd | newsfront.co
নিজস্ব চিত্র

সাইনবোর্ড যতই আলাদা হোক কিন্তু গোডাউনটা তো কালীঘাটে। যত সারদা নারদাতে টাকা নিয়েছিল তাদেরকে বিজেপি সাজা দেয়নি তাদেরকে অমিত শাহ ওয়াশিং মেশিনে ওয়াশ করে তাদেরকে বিজেপিতে নিয়ে চলে আসে, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পুরসভার একগুচ্ছ দাবি নিয়ে খড়গপুর পুরসভা অভিযানে গিয়ে এই মন্তব্য করলেন বামফ্রন্টের নেতা মোহাম্মদ সেলিম, পাশাপাশি তিনি বক্তব্য থেকে আরও বলেন বিজেপির বিরুদ্ধে কেউ যদি লড়াই করতে পারে তাহলে সিপিএম করবে।

selim | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সুজাতা বিজেপির প্রাথমিক সদস্য ছিলেন কিনা জানা নেই দিলীপ ঘোষের!

মূলত বিজেপি তৃণমূলের দরজার মাঝে সিপিআইএম তাদের সাংগঠনিক শক্তি সহ একাধিক আন্দোলনকে আবার গর্জে তুলছে এবং জেলায় নিজেদের দলের একটা জায়গা করে নিচ্ছে এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here