ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
রবিবার সন্ধ্যায় এক অনলাইন আলোচনাচক্রে যোগ দেন নোবেল জয়ী অর্থনীতিবিদ তথা প্রতীচী ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক অমর্ত্য সেন। অন্যান্য আলোচনার মধ্যে দেশে বা রাজ্যে কখন স্কুল খোলা উচিত এই বিষয়টিও উঠে আসে।
অমর্ত্য বাবুকে প্রশ্ন করা হয় স্কুল খোলার বিষয়ে তাঁর কি মতামত। উত্তরে অমর্ত্য সেন খুব স্পষ্ট উত্তর দিলেন না। তিনি বলেন যে, বিষয়টি বেশ জটিল। এক কথায় হ্যাঁ বা না তে উত্তর দেওয়া মানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে খেলো করা। তিনি বলেন, স্কুল খোলা খুবই প্রয়োজন আবার পড়ুয়াদের স্বাস্থ্য বিষয়টি কোনভাবেই অবহেলা করা যায় না। তাই গোটা বিষয়টি নিয়ে আরও ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে।
তিনি এও বলেন যে, তিনি নিজে যেহেতু ডাক্তার নন তাই এনিয়ে কোন মন্তব্য করা তাঁর উচিত নয়। তবে একই সঙ্গে বাঁকুড়া, বীরভূমের মতো জায়গায় অতিমারির দিনে পড়ুয়াদের জন্য ছোট ছোট স্তরে স্কুলের বিকল্প শিক্ষার ব্যবস্থাগুলিকে কুর্নিশ জানান প্রবীণ এই অর্থনীতিবিদ।
আরও পড়ুনঃ অক্টোবরেই শীর্ষে পৌঁছাবে করোনার তৃতীয় ঢেউ, সতর্কবার্তা এনআইডিএমের
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে পুজোর ছুটির পরে স্কুল কলেজ খোলার কথা। স্কুল খোলা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি অমর্ত্যবাবু এ দিন পড়ুয়াদের যথাযথ মূল্যায়নের সঙ্কট নিয়েও কথা বলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584