নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিশ্বভারতীর সাংবাদিক সম্মেলনের পরেই শান্তিনিকেতনের জমি বিতর্ক প্রসঙ্গে ফুঁসে উঠলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সোমবার বিশ্বভারতীকে কর্তৃপক্ষকে তিনি জানান, তাঁর বিরুদ্ধে জমি চুরির মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার জন্য।
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে অর্থনীতিবিদ অমর্ত্য সেন লিখেছেন, “আমার আইনজীবী আপনাকে আগেই জানিয়েছেন। এমনকি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সংবাদমাধ্যমেও জানানো হয়েছে। কিন্তু এতদিনেও অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ পেশ করতে পারেননি আপনি।
এখন আপনারা রাজ্য সরকারের কাছে প্রতীচীর জমি মাপজোক করার আবেদন জানাচ্ছেন। ১৯৪০ সালে আমার বাবা বিশ্বভারতীর থেকে জমি লিজে নিয়েছিলেন। আপনার রেজিস্ট্রার মিস্টার মাহাতো হুমকি দিচ্ছেন, যদি কোনও অতিরিক্ত জমি অধিকার করে রাখি তাহলে আইনি পদক্ষেপ করা হবে।”
আরও পড়ুনঃ সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষনা করল স্কুল সার্ভিস কমিশন
ইতিমধ্যে বিশ্বভারতীর তরফে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের কাছে নোবেলজয়ী অর্থনীতিবিদের পৈতৃক বাড়ি ‘প্রতীচী’র জমি মাপজোক করার আবেদন করা হয়। বিশ্বভারতীর তরফে সম্প্রতি অবৈধভাবে অধিগ্রহণকারীদের নামের তালিকা তৈরি করা হয়েছে। গত মাসেই এ বিষয়ে রাজ্য সরকারকে লিখিত জানিয়েছে বিশ্বভারতী। তাঁদের মধ্যে অমর্ত্য সেনের নামও রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584