নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এর মালিক ও আমাজনের সিইও জেফ বেজোসের ফোন হ্যাকিং-এর অভিযোগ উঠল সৌদি আরবের যুবরাজের বিরুদ্ধে। বিদেশি গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, বেজোসের ফোনের ফরেনসিক পরীক্ষা করে জানা গেছে, সৌদির যুবরাজের ব্যক্তিগত ফোন থেকেই হ্যাক করা হয়েছিল বেজোসের ফোন।

জানা গেছে, গার্ডিয়ানের তরফে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল এই বিষয়ে। সেখান থেকে জানা যায়, সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নিজস্ব ফোন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেজোসের ফোনে একটি ইনক্রিপ্টেড ফাইল পাঠানো হয়। সেটা পাঠানোর পরপরই যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়া হয় বেজোসের ফোন থেকে।
Recent media reports that suggest the Kingdom is behind a hacking of Mr. Jeff Bezos' phone are absurd. We call for an investigation on these claims so that we can have all the facts out.
— Saudi Embassy (@SaudiEmbassyUSA) January 22, 2020
গার্ডিয়ান’-এর রিপোর্টের সূত্র ধরে ব্রিটেনের আর একটি সংবাদপত্র ‘দ্য ফিনান্সিয়াল টাইমস’ জানাচ্ছে, বেজোসের ফোনের ফরেনসিক পরীক্ষা চালিয়েছিল এফটিআই কনসাল্টিং নামে একটি আন্তর্জাতিক সংস্থা। ফরেনসিক পরীক্ষা নিয়ে ওই সংস্থার এক কর্তা অবশ্য জানিয়েছেন, “আমরা এ ব্যাপারে মন্তব্য করব না। আমরা নিশ্চিতও করব না, আবার এড়িয়েও যাব না।”
আরও পড়ুনঃ অমিতের হুঙ্কারে পাল্টা জবাব প্রশান্তের, টুইটে চ্যালেঞ্জ স্বরাষ্ট্রমন্ত্রীকে
জানা যায় ফোন হ্যাকিং-এর মাধ্যমে বেজোসের বিবাহ বহির্ভূত সম্পর্ক ফাঁস করে দিয়েছিল হ্যাকাররা। এরপর ‘ন্যাশনাল এনকোয়ারার’ নামে একটি ম্যাগাজিনের কাছে সমস্ত তথ্য তুলে ধরা হয় প্রকাশ করার জন্য।
তবে বেজোসের ফোন হ্যাকিংয়ের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে সৌদি প্রশাসন। রিয়াধ জানিয়ে দিয়েছে, ‘জেফ বেজোসের ফোনের তথ্য চুরি নিয়ে সংবাদমাধ্যমে সম্প্রতি যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা অর্থহীন। আমরা এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছি, যাতে সত্য সামনে আসে।’
তবে বেজোস নিজেই তদন্তকারী নিয়োগ করেছিলেন সত্য তুলে ধরার জন্য। সেই তদন্তকারী সংস্থার প্রধান গাভিন দ্য বেকার, ডেলি বিস্ট ওয়েবসাইটে বলেন, একটি বিষয় স্পষ্ট যে দ্য ওয়াশিংটন পোস্টের মালিকের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্যই মহঃ বিন সলমন আমাজনের সিইও-র ব্যক্তিগত ফোন হ্যাক করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584